বিশ্বকাপে সচিনের নামের পাশে রয়েছে ৪টি অনন্য রেকর্ড! ভাঙতে পারবেন না অন্য কোনও ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় কিংবদন্তি কে? এই প্রশ্নটা উঠে এলে শতকরা ৯০ ভাগ মানুষের মুখে একটাই নাম উচ্চারিত হবে। আরে সেই নামটি হলো সচিন রমেশ টেন্ডুলকার (Sachin Tendulkar)। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এবং তারপর ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। একজন ক্রিকেটার যে যে কীর্তি গড়তে পারতেন সেই সময়ে তার তার মধ্যে অনেকগুলিই নিজের নামের সাথে জুড়ে নিতে পেরেছিলেন মাস্টার ব্লাস্টার। নিজের দীর্ঘ ২৪ বছরের কেরিয়ারে খেলেছিলেন ৬ টি ওডিআই বিশ্বকাপ (ODI World Cup)। বিশ্বকাপের মঞ্চে তার নামের সাথে যুক্ত রয়েছে এমন কিছু রেকর্ড যেগুলি ভাঙ্গা প্রায় অসম্ভব। আমাদের আজকের প্রতিবেদনে সচিনের গড়া সেই রেকর্ড গুলোই আলোচনা করা হবে।

sachin 10

 

বিশ্বকাপে সর্বাধিক রান: বিশ্বকাপে সচিনের নামের পাশে রয়েছে ২২৭৮ রান। ২০০৩ সালে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। ২০১১ সালে ভারত যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সেই বছরও দুটি শতরাং সহ সর্বোচ্চ রান সংগ্রাহকদের দৌড়ে ছিলেন এই কিংবদন্তি। তারপরে দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের বিশ্বকাপের রান সংখ্যা ১৭৪৩।

বিশ্বকাপে সর্বাধিক অর্ধশতরান: সচিনের এই রেকর্ডটিও সম্ভবত আগামী কয়েক দশক অক্ষত থাকতে চলেছে। বিশ্বকাপে মোট ১৫ টি হাফ সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। তারপরে দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের নামে রয়েছে ১০টি অর্ধশতরান। আসন্ন বিশ্বকাপে সচিনকে টপকে যেতে গেলে তাকে আরও ছয়টি অর্ধশতরান করতে হবে।

সবচেয়ে বেশি ৪: বিশ্বকাপে সচিন মোট ২৪১টি চার মেরেছেন। দ্বিতীয় স্থানে থাকা কুমার সাঙ্গাকারার চেয়ে প্রায় ১০০ টি চারে এগিয়ে রয়েছেন তিনি। সচিনের নামের পাশে রয়েছে ৩১টি ছক্কাও।

সর্বাধিক ম্যাচের সেরা: সচিনের নামের পাশে রয়েছে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যান অব দ্যা ম্যাচের খেতাবও। ৯ বার ম্যাচের সেরা হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা (৬)। এই মুহূর্তে অবসর না নেওয়া ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা (৫) রয়েছেন দ্বিতীয় স্থানে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর