নির্বাচন বিধি লাগু হতেই অ্যাকশনে পুলিশ, বিজেপির প্রচার ভ্যানে ভাঙচুর চালানোয় গ্রেফতার ৫

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলা সহ পাঁচ রাজ্যে আদর্শ নির্বাচন বিধি লাগু হওয়ার সাথে সাথে রাজ্য পুলিশ অ্যাকশন মুডে এসেছে। বিজেপির প্রচার ভ্যানে ভাঙচুর করার ঘটনায় কলকাতা পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে। তাঁদের পাঁচ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

   

বিজেপি অভিযোগ করে বলেছে যে, তৃণমূলের গুণ্ডারা কাদাপাড়ার গোদামে ঢুকে প্রচার ভ্যান ভেঙে দিয়ে বহুমূল্য সামগ্রী লুঠপাট করে পালিয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, গাড়িতে লাগানো LED টিভিও ভাঙচুর করা হয়। বিজেপি এই হামলার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল।

হামলার পর বিজেপির মহসচিব তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ঘটনার ভিডিও ট্যুইট করে লেখেন, ‘আজকেই নির্বাচন কমিশন বাংলায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে, আর আজকেই তৃণমূলের গুণ্ডারা রাত ১১ টায় বিজেপির কাদাপাড়া গোদামে ঢুকে LED গাড়িতে ভাঙচুর চালায় আর LED খুলে নিয়ে যায়। তৃণমূলের গুণ্ডারা এভাবেই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানাচ্ছে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর