বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও(jio)। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে। কিন্তু কম দামে একের পর এক দারুণ প্ল্যান এনে জিও নিজের অবস্থান ধরে রেখেছে। জেনে নিন জিও এর সব চেয়ে সস্তা ৫ প্ল্যান
মাত্র ১২৯ টাকায় সারা মাসের জন্য ২ জিবি ডেটা দিচ্ছে জিও। সেইসঙ্গে ১০০০ মিনিট জিও ছাড়া অন্য নেটওয়ার্কের কল করার সুবিধে ও ৩০০ এসএমএস।
১৪৯টাকায় দৈনিক ১ জিবি করে ডেটা, সাথে জিও থেকে অন্য নেটওয়ার্ক এ কলের সুবিধে, দিনে ১০০ টি করে এস এম এস। বৈধতা ২৪ দিন।
149 টাকার জিওর এই প্ল্যানের মেয়াদ 24 দিন। এতে গ্রাহক প্রতিদিন ১ জিবি ডেটা পাবেন। পরিকল্পনায়, Jio থেকে Jio আনলিমিটেড কল এবং 300 মিনিট অন্যান্য নেটওয়ার্কগুলিতে কল করার জন্য উপলব্ধ থাকবে। এটির মাধ্যমে আপনি প্রতিদিন 100 এসএমএসের সুবিধাও পাবেন। Jio অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন বিনোদনের জন্য উপলব্ধ।
জিওর 199 টাকার প্ল্যানের মেয়াদ 28 দিন। এই প্ল্যানে আপনি প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। এটিতে অন্যান্য নেটওয়ার্কগুলিতে কল করার জন্য একটি Jio থেকে Jio সীমাহীন কল এবং 1000 মিনিটের Jio থেকে নন-Jio কলের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এর বাইরে প্রতিদিন 100 এসএমএসের সুবিধাও পাওয়া যায়। Jio অ্যাপ্লিকেশনগুলিতে সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
বাড়ি বসে কাজের সুবিধার জন্য রিলায়েন্স জিও এনেছে দুর্দান্ত ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান। এই প্ল্যানে 251 টাকায় প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে , যা 51 দিনের জন্য বৈধ। কেবলমাত্র ইন্টারনেট সুবিধাই পাওয়া যাবে এই প্ল্যানে। কোনও কলিং বা এসএমএস সুবিধা পাওয়া যাবে না।
249 টাকার জিওর এই প্রিপেইড প্ল্যানটি 28 দিনের মেয়াদ সহ আসে। প্ল্যানটি প্রতিদিন 2 জিবি ডেটা দিচ্ছে। এটির সাথে আনলিমিটেড কল এবং অন্যান্য নেটওয়ার্কগুলিতে কল করার জন্য এক হাজার মিনিট পাওয়া যাবে। এর বাইরে প্রতিদিন 100 টি এসএমএসের সুবিধাও পাওয়া যাবে। পরিকল্পনা সহ জিও অ্যাপসের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।