বাংলা হান্ট ডেস্ক: কচুয়া ধামে ভিড়ের চাপে বিপত্তি। পদপিষ্ট হয়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া আহত ২৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বসিরহাট মহকুমার মাটিয়া থানার লোকনাথ বাবার কচুয়া ধামের এই ঘটনা ঘটেছে রাত তিনটে নাগাদ।
জন্মাষ্টমী উপলক্ষে মানুষের ঢল নামে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অগনিত ভক্তরা কচুয়া লোকনাথ বাবা মন্দিরে বিভিন্ন নদীর ঘাট থেকে জল নিয়ে যায়। রাত ১০ টার পর থেকে পুণ্যার্থীর ভিড় বাড়তে থাকে। চাপে লোকনাথ বাবার মূল গৃহে ঢোকার মুহূর্তে পুকুরের ধারে পাচিল প্রচন্ড বৃষ্টিতে ভেঙে যায়।
হাসপাতালে আহত দের দেখতে যান মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারপিছু দেওয়া হবে ৫ লক্ষ টাকা বলেন মুখ্যমন্ত্রী। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা দিয়ে সাহায্য করা হবে।
আহতদের আরজিকর, নীলরতন হাসপাতাল, বসিরহাট জেলা হাসপাতাল, ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।