বাংলাহান্ট ডেস্কঃ ২০২১ সালের কেন্দ্রীয় বাজেট ( Budget 2021 ) উপস্থাপন করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman ) আয়কর (Income Tax) বিধিমালায় বেশ কয়েকটি পরিবর্তন ঘোষণা করেছিলেন। এই পরিবর্তনগুলি ২০২১ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। নতুন বিধি অনুসারে, পেনশনের আয় এবং একই ব্যাংকের স্থায়ী আমানতের সুদ সহ ৭৫ বছর বয়সী প্রবীণ নাগরিকদের ১ এপ্রিল থেকে আইটিআর ফাইল করা থেকে অব্যাহতি দেওয়া হবে। পাশাপাশি, অর্থমন্ত্রী যারা আইটিআর জমা দিচ্ছেন না এমন লোকদের জন্য উচ্চতর টিডিএস (TDS) এর প্রস্তাব দিয়েছিলেন এবং ইপিএফ অ্যাকাউন্টে বছরে আড়াই লাখ টাকা জমা দেওয়া লোকদের কর দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন।
চলুন জেনে নেওয়া যাক আইকরের যে ৫টি নতুন নিয়ম ১ এপ্রিল থেকে কার্যকরী হতে চলেছে-
১) PF করের বিধি: ২০২১ সালের ১ এপ্রিল থেকে প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীদের বার্ষিক ২.৫ লক্ষ টাকা আমানতের উপর সুদ আদায় করা হবে। সরকার বলেছে যে এই পদক্ষেপ কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (EPF) উচ্চ-মূল্য আমানতকারীদের কাছ থেকে কর আদায়ের লক্ষ্যে করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বলেছেন, ইপিএফ শ্রমিকদের কল্যাণে পরিচালিত এবং প্রতিমাসে ২ লক্ষ টাকার বেশি আয় করা ব্যক্তিরা এই প্রস্তাবের দ্বারা প্রভাবিত হবে না।
২) টিডিএস: বেশি বেশি লোককে আয়কর রিটার্ন (ITR) দাখিল করার জন্য, অর্থমন্ত্রী ২০২১ সালের বাজেটে উচ্চতর টিডিএস (TDS) বা টিসিএস (TCS) এর প্রস্তাব দিয়েছিলেন। বাজেট পেশের সময় বলা হয়েছিল আয়কর আইনের নতুন ধারা 206AB এবং 206CCA এ রিটার্ন নন-ফাইলারদের যথাক্রমে টিডিএস এবং টিসিএসের উচ্চতর হার কমানোর জন্য বিশেষ ব্যবস্থা এটি।
৩) ৭৫ বছরের বেশি বয়সিদের জন্য কর ছাড়: প্রবীণ নাগরিকদের উপর চাপের ভার কমিয়ে আনার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২১ সালের বাজেট উপস্থাপনের সময়, ৭৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার ছাড় দিয়েছিলেন। এই ছাড়টি কেবলমাত্র সেই প্রবীণ নাগরিকরাই পাবেন, যাদের অন্য কোনও আয় নেই শুধুমাত্র পেনশন অ্যাকাউন্টের হোস্টিং ব্যাংক থেকে পেনশন এবং সুদের আয়ের উপর নির্ভর করে।
৪) দেওয়া হবে প্রি-ফিল্ড ITR ফর্ম: পৃথক করদাতাদের আয়কর রিটার্ন (আইটিআর) জমা দেওয়ার পদ্ধতিকে আরও সহজ করে তুলতে দেওয়া হবে প্রি-ফিল্ড ITR ফর্ম। ওই ফর্মে বেতনের আয়ের বিবরণ, কর পরিশোধ, টিডিএস (TDS) ইত্যাদি আগেই ভরাট থাকবে। এমনকি এই আইকর রিটার্ন দাখিল আরও সহজ করার জন্য, তালিকাভুক্ত সিকিউরিটিগুলি থেকে মূলধন লাভের বিবরণ, লভ্যাংশের আয়, এবং ব্যাংক, ডাকঘর ইত্যাদির সুদ ইত্যাদিও আগে থেকেই পূরণ থাকবে। এই পদক্ষেপটি রিটার্ন দাখিল করার পদ্ধতিটি আরও সহজ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানানো হয়।
৫) এলটিসি (LTC): ২০২১ সালের বাজেটে কেন্দ্রীয় সরকার ছুটি ভ্রমণ ছাড়ের (লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি) পরিবর্তে নগদ ভাতাতে কর ছাড়ের প্রস্তাব দিয়েছে। গত বছর ভ্রমণে কোভিড-সম্পর্কিত বিধিনিষেধের কারণে যারা তাদের এলটিসি ট্যাক্স সুবিধা দাবি করতে করতে পারিনি, তাদের জন্য এই পরিকল্পনাটি সরকার গত বছর ঘোষণা করেছিল।