আজ থেকেই LPG সিলিন্ডারের দাম সহ দেশে বদল ঘটল ৫ টি নিয়মে, দুর্ভোগে পড়ার আগে নিন জেনে

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের দশম মাস অর্থাৎ অক্টোবরে (October) পৌঁছে গিয়েছি আমরা। এই মাস থেকেই উৎসবের মরশুম শুরু হলেও প্রতি মাসের মতো এবারেও বেশ কিছু নিয়মে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। যেগুলি অবশ্যই জেনে রাখতে হবে সবাইকে। শুধু তাই নয়, LPG সিলিন্ডারের দাম বৃদ্ধির পাশাপাশি বার্থ সার্টিফিকেট সংক্রান্ত নিয়ম, বিভিন্ন ক্ষেত্রেই একাধিক পরিবর্তন সম্পন্ন হয়েছে ১ অক্টোবর অর্থাৎ আজ থেকেই। যার ফলে প্রভাবিত হবেন সাধারণ মানুষ। এমতাবস্থায়, চলুন জেনে নিই ঠিক কোন কোন নিয়মে ঘটেছে পরিবর্তন:

১. দাম বেড়েছে LPG সিলিন্ডারের: প্রতি মাসের প্রথমেই সবার যে দিকে নজর থাকে সেটি হল LPG সিলিন্ডারের দামের পরিবর্তন। অর্থাৎ, দাম কমল নাকি বাড়ল এই বিষয়টির ওপর দৃষ্টি নিক্ষেপ করেন সকলেই। এমতাবস্থায়, IOCL-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ১ অক্টোবর, ২০২৩ থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। এই দাম একলাফে ২০৯ টাকা বৃদ্ধি পেয়েছে। যার ফলে রাজধানী দিল্লিতে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম এখন ১,৭৩১.৫০ টাকায় পৌঁছেছে। যেটির গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে দাম ছিল ১,৫২২ টাকা। পাশাপাশি, কলকাতায় এই সিলিন্ডারের দাম ১,৬৩৬ টাকার পরিবর্তে ১,৮৩৯.৫০ টাকায় মিলছে। এছাড়াও, চেন্নাই এবং মুম্বাইতে এই সিলিন্ডারের দাম হল যথাক্রমে ১,৬৮৪ টাকা এবং ১,৮৯৮ টাকা।

   

২. ২,০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি পেয়েছে: ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২,০০০ টাকার নোট এক্সচেঞ্জ এবং জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট এক্সচেঞ্জ এবং জমা করার ক্ষেত্রে শেষ দিন হিসেবে ঘোষণা করা হলেও গত শনিবার RBI সার্কুলার জারি করার মাধ্যমে জানিয়ে দেয় যে, আগামী ৭ অক্টোবর পর্যন্ত ২,০০০ টাকার নোট জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: আর মিলবে না ছাড়! এবার এই ব্যক্তিদের দিতে হবে ২৮ শতাংশ কর, স্পষ্ট জানিয়ে দিল সরকার

৩. বার্থ সার্টিফিকেট সিঙ্গেল ডকুমেন্টে পরিণত হয়েছে: ১ অক্টোবর থেকে দেশজুড়ে যে নিয়মের পরিবর্তন সম্পন্ন হয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল, এবার বার্থ সার্টিফিকেট সারা দেশে একটি একক নথি অর্থাৎ সিঙ্গেল ডকুমেন্টে পরিণত হয়েছে। এর ফলে অধিকাংশ ক্ষেত্রে আপনি অন্য কোনো নথির পরিবর্তে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, এটি আধার কার্ডের মতোই বৈধ হবে।

আরও পড়ুন: ৪ কোটি গাছ লাগিয়ে একাই তৈরি করেছেন বনভূমি! দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিখ্যাত এই ভারতীয়

৪. ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলিতে সুদের হার বেড়েছে: জানিয়ে রাখি যে, ১ অক্টোবর থেকে ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলিতে অন্তর্ভুক্ত ৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হারে ০.২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এমতাবস্থায়, রেকারিং ডিপোজিটের সুদের হার ৬.৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬.৭ শতাংশ করা হয়েছে। মূলত, সরকারের তরফে গত ২৯ সেপ্টেম্বর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে। উল্লেখ্য যে, এক বছরের জন্য টাইম ডিপোজিটে ৬.৯ শতাংশ, ২ বছরের জন্য টাইম ডিপোজিটে ৭ শতাংশ এবং ৩ বছরের জন্য টাইম ডিপোজিটে ৭ শতাংশ ও ৫ বছরের জন্য ৭.৫ শতাংশ সুদ উপলব্ধ হবে।

5 rules have changed in the country including LPG cylinder prices

৫. TCS-এর নতুন নিয়ম কার্যকর: অক্টোবরের প্রথম থেকেই নতুন নিয়ম কার্যকর হল TCS-এর ক্ষেত্রে। জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) লিবারাইজড রেমিট্যান্স স্কিম (LRS) এর অধীনে, চিকিৎসা এবং শিক্ষা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে বিদেশে ৭ লক্ষ টাকার বেশি খরচের উপর ২০ শতাংশ TCS ধার্য করা হবে। তবে, আপনি যদি একটি অর্থবর্ষে ৭ লক্ষ টাকা বা তার কম লেনদেন করেন সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ, এই নতুন নিয়মগুলি বিদেশ ভ্রমণে অর্থাৎ লেনদেনের খরচের ওপর সরাসরি প্রভাব ফেলবে। এর পাশাপাশি এটি বিদেশি স্টক থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড এবং বিদেশে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারী বা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার বিষয়টিও প্রভাবিত করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর