মাথা ব্যথায় ভুগছেন? দৃষ্টিশক্তি হচ্ছে ক্ষীণ? অবহেলা করলেই বিপদ, জানুন ব্রেন টিউমারের ৫ টি উপসর্গ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে হেনো কোন ব্যক্তি নেই যারা নীরোগ জীবন যাপন করছেন। তবে সাম্প্রতিক সময় “টিউমার” এই রোগটি বিশেষ করে মানুষের মনে ভয় ধরাচ্ছে। কারণ এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে সহজে শরীর থেকে ছাড়ার নাম নেয় না। হাজারো ডাক্তার-বদ্যি দেখিয়ে এই রোগের হাত থেকে রেহাই পাচ্ছে না রোগীরা। তবে এই টিউমারেরও ভাগ রয়েছে। তার মধ্যে সবথেকে ভয়ের কারণ হচ্ছে মস্তিষ্কের টিউমার (Brain Tumor)। অনেক সময় এই টিউমার আবার।

ব্রেন টিউমার (Brain Tumor) আসলে কি?

মস্তিষ্কে যখন অস্বাভাবিকভাবে কোষ বৃদ্ধি পায় তখনই ব্রেন টিউমার (Brain Tumor) বাসা বাঁধে। অনেক সময় আবার এই টিউমার মস্তিষ্কে ক্যান্সারের আকার ধারণ করে। আর তখনই মানুষকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। তবে ক্যান্সারের পরিণত হওয়ার আগেই এই রোগের চিকিৎসা করিয়ে নিন। তাহলেই মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন। চিকিৎসকদের মতে, শরীরের মধ্যে এই ৫টি লক্ষণ দেখা দিলেই বুঝে যান যে আপনার মস্তিষ্কে মারণ রোগ থাবা বসিয়েছে।

5 signs of brain tumor

 

কোন ৫টি লক্ষণ দেখা দিলে সাবধান হয়ে যাবেন:

১) অনিয়ন্ত্রিত মাথাব্যাথা: অনেক সময় দেখা যায়, কোন কারণ ছাড়াই মাথা ব্যথা করছে। আর এই মাথা ব্যথার তীব্রতা এতটাই থাকে যে সহ্যের বাইরে চলে যায়। শুধু তাই নয়, কাশি, হাঁচি, দৌড়ানোর সময় যদি মাথা ব্যথা করে তাহলে অবশ্যই সতর্ক হয়ে যান। এটি কোন সাধারণ মাথাব্যথা নয়। এছাড়াও লক্ষ্য করবেন, মাথা ব্যথার সাথে সাথে যদি মাথা খিঁচুনি দিচ্ছে কিনা।

২) দৃষ্টিশক্তিতে সমস্যা: এছাড়াও আরো একটি বড় লক্ষণ হচ্ছে দৃষ্টিশক্তি। আমরা অনেক সময় এটিকে চোখের দূর্বলতা বলে হেলায় উড়িয়ে দিই। কিন্তু চিকিৎসকদের মতে, কোন জিনিস ঝাপসা দেখানো, কাছের জিনিসগুলিকে আবছা হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ক্ষীণ কিংবা পুরোপুরি যদি ব্ল্যাঙ্ক আউট হয়ে যান তাহলে বুঝবেন আপনার মস্তিষ্কে নিশ্চয়ই কোন সমস্যা রয়েছে।

৩) বমি ভাব: চিকিৎসকদের মতে ব্রেন টিউমারের (Brain Tumor) অন্যতম আরেকটি লক্ষণ হচ্ছে বমি ভাব। শুধু খাবার খেলেই নয়, বিভিন্ন সময়ে যদি বমির লক্ষণ দেখা যায়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হন। এগুলি ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

৪) দুর্বল: অল্প কিছুতেই দুর্বল হয়ে পড়া, কোন কাজ না করেই ক্লান্তি ক্লান্তি ভাব, হাত-পা অসাড় হয়ে যাওয়া
ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। এমনকি মাঝেমধ্যে মাথা ঘুরে যাওয়া, অল্পতেই শরীরে হাঁপানি এগুলি বুঝিয়ে দিচ্ছে আপনার শরীরে বড় কোন রোগ বাসা বেঁধেছে।

আরও পড়ুনঃ টিভিতে ছেলের নাম দেখে চমকে যান বাবা-মা! চার বারের চেষ্টায় UPSC-তে চতুর্থ র‍্যাঙ্ক রামকুমারের

৫) শ্রবণ সমস্যা: মাঝেমধ্যেই কানে কম শুনতে পাওয়া, অতিরিক্ত আওয়াজে সমস্যা, এছাড়াও কানে ঝিনঝিন শব্দ সৃষ্টি হতে পারে। চিকিৎসকদের মতে, প্রথম পর্যায়ে এই সমস্ত লক্ষণ গুলোই হওয়া স্বাভাবিক।

আরও পড়ুনঃ টিভিতে ছেলের নাম দেখে চমকে যান বাবা-মা! চার বারের চেষ্টায় UPSC-তে চতুর্থ র‍্যাঙ্ক রামকুমারের

এছাড়াও, কথা বলায় সমস্যা, ভারসাম্য হারিয়ে ফেলা, ওজন বৃদ্ধি, মনের পরিবর্তন, স্মৃতিশক্তিতে সমস্যা ইত্যাদিও উপসর্গ ব্রেন টিউমারের (Brain Tumor) সময় দেখা দিতে পারে। চিকিৎসকরা বলছেন, এই সমস্যাগুলি যদি দীর্ঘ সময় ধরে আপনার সঙ্গে হতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ভুলেও উপেক্ষা করার চেষ্টা করবেন না। আখের আপনারই ক্ষতি। মৃত্যুর সম্মুখীন পর্যন্ত করতে হতে পারে। তাই আজই হয়ে যান সাবধান।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর