প্রাথমিকে পঞ্চম শ্রেণি ফেরাতে কোমর বেঁধেছে রাজ্য,শিক্ষার মানকে উন্নতশীল করার এই পদক্ষেপ কে সাধুবাদ শিক্ষাবিদদের

 

বাংলা হান্ট ডেস্ক : রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে বহুদিন ধরেই চলছে একের পর এক নিয়মের পরিবর্তন। রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি। ২০২০ নয়া শিক্ষাবর্ষে রাজ্য প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করে দিতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বহুদিন এই সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা চলছে কিন্তু পরিকাঠামো অধিকতর দিক থেকে কিছু অসুবিধা থাকায় বাস্তবায়িত করতে বারবার ধাক্কা খাচ্ছে সরকার। চর্চ্চা চলছে অনেক দিন ধরেই। পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা নিয়ে শিক্ষা মহলে আলোচনা কম হয়নি। পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সরকারি কাগজে কলমে বহাল থাকলেও বাস্তবায়নের পথে এতদিন অন্তরায় হয়ে দাড়িয়েছিল শিক্ষাঙ্গনের পরিকাঠামো।

২০২০ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। রাজ্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন বর্তমানে খুবই দরকার। কারণ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিত মজবুত করার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে আরো পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। রাজ্যে প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার। এর মধ্যে মাত্র দুই হাজার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো এবং শিক্ষকের অভাবের জন্যই পঞ্চম শ্রেণী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মধ্যে থেকেও ব্রাত্য।

mamata partha 759

কিন্তু এইবার বদ্ধপরিকর সরকার বিষয়টিকে বাস্তবায়ন করবার জন্য। তাই রাজ্য শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোকে ঢেলে সাজিয়ে এবং পর্যাপ্ত শিক্ষকের চাহিদা পূরণ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হবে। সেই দিকেই তাকিয়ে আপামর শিক্ষা প্রেমী মানুষ
যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পরিকাঠামো এবং শিক্ষক রয়েছে সেখানে ২০২০ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করে পঠন পাঠন শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে বেশিরভাগ সংখ্যক স্কুলেই এই পরিকাঠামোগত উন্নয়ন রয়েছে এবং সেখানে খুব দ্রুত পঞ্চম শ্রেণি কে শুরু করে দেওয়া সম্ভব রাজ্যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে রাজ্য পাশ ফেল প্রথা ফিরিয়ে এনেছে। আর সেই কারণেই প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ হতে চলেছে, শিক্ষাকে আরও সময়োপযোগী করে তোলার লক্ষ্য নিয়ে। আরে শিক্ষা ব্যবস্থা যে ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যাবে তা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর