হু হু করে বাড়ছে সংখ্যা! ৫০ টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস লঞ্চ করতে চলেছে রেল, বাংলায় কয়টি?

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Train) চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। কাছের কোনো সফর হোক কিংবা দূরের কোনো গন্তব্য প্রতিটি ক্ষেত্রেই রেলপথের (Indian Railways) ওপর ভরসা রাখেন অধিকাংশজন। আর সেই কারণেই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাদের সুবিধার্থে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৫০ টি নতুন অমৃত ভারত ট্রেনের অনুমোদনের কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য যে, গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু’টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন। যেগুলির রুট ছিল দ্বারভাঙা-অযোধ্যা-আনন্দ বিহার টার্মিনাল। পাশাপাশি আরেকটির রুট ছিল মালদা টাউন থেকে SMVT বেঙ্গালুরু।

50 new Amrit Bharat Express will be launched this time

আর এই ট্রেনগুলির সাফল্যের ওপর ভর করেই রেলমন্ত্রী একই সাথে এতগুলি ট্রেনের ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে। এদিকে, শোনা যাচ্ছে বাংলায় আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস আসতে পারে। উল্লেখ্য যে, ইতিমধ্যেই বিজেপি সংসদ সুকান্ত মজুমদার দাবি করেছেন যে, বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে একটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস চলাচল শুরু করতে পারে। মূলত, যাত্রীদের সামগ্রিক ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং যাত্রী স্বাচ্ছন্দের বিষয়টি মাথায় রেখে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চালু করা হয়েছিল।

আরও পড়ুন: বিয়ের মরশুমে গ্রাহকদের মুখে হাসি! ফের সস্তা হল সোনা, দাম কমল রুপোরও, জানুন সর্বশেষ দর

এই ট্রেনে নন AC LHB কোচ রয়েছে। পাশাপাশি ট্রেনগুলিতে রয়েছে পুশ-পুল ডিজাইন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, এই ট্রেনে গতি বৃদ্ধি এবং কমানোর জন্য উন্নত কাপলার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ট্রেনের সামনে এবং পেছনে ইঞ্জিন রয়েছে।

আরও পড়ুন: ৩০ বছর বয়সে ছেড়েছেন মোটা বেতনের চাকরি! ব্যবসা শুরু করে ১০০ কোটির কোম্পানি দাঁড় করিয়েছেন অহনা

উল্লেখ্য যে, পুশ-পুল সেটআপ সফর শুরু এবং শেষের সময়ে ঝাঁকুনি কমাতে সাহায্য করে। যার ফলে যাত্রীরা মসৃণ সফরের অভিজ্ঞতা পেতে পারেন। এছাড়াও একটি সেমি পার্মানেন্ট কাপলারের ব্যবহার এই ট্রেনের চলাচলে সামগ্রিক নিরাপত্তার বিষয়টিতেও নজর দেয়। এই ট্রেনে রয়েছে অনুভূমিক স্লাইডিং উইন্ডো, অ্যারোসল বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেম, ফ্লোর গাইড ফ্লুরোসেন্ট স্ট্রিপ এবং ইমারজেন্সি ডিজাস্টার ম্যানেজমেন্ট লাইট সহ আরও একাধিক ফিচার্স।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর