রাজ্যের এই প্রকল্পের কাছে পাত্তা পাবেনা লক্ষ্মীর ভাণ্ডার-স্বাস্থ্যসাথী! আবেদন করলেই মিলবে ৫,০০০ টাকা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আমাদের রাজ্যে (West Bengal) ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রকল্প সাধারণ মানুষের সুবিধার্থে শুরু করেছে সরকার। যেগুলির মধ্যে কয়েকটি প্রকল্প এরই মধ্যে তুমুল জনপ্রিয়তাও অর্জন করেছে। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি তাদের মধ্যে অন্যতম।

তবে, এবার সামনে এসেছে আরও একটি প্রকল্পের প্রসঙ্গ। যেটি ইতিমধ্যেই টক্কর দিচ্ছে রাজ্যের অন্যান্য জনপ্রিয় প্রকল্পগুলিকে। মূলত, ওই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা পেয়ে যাবেন ৫,০০০ টাকা পর্যন্ত। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে এই প্রকল্পটির তাহলে কি নাম? জানিয়ে রাখি যে, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে “জাগো প্রকল্প”। বর্তমান প্রতিবেদনে এই প্রকল্পের প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত মাসেই রাজ্যজুড়ে সম্পন্ন হয়েছে “দুয়ারে সরকার” কর্মসূচি। যেখানে সরকারি প্রকল্পগুলির সুবিধা নেওয়ার জন্য হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। পাশাপাশি, ওই কর্মসূচিতে জনপ্রিয়তার শীর্ষে ছিল স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলি। শুধু তাই নয়, নতুন করে কয়েক লক্ষ আবেদনও জমা পড়ে প্রকল্পগুলিতে।

এমতাবস্থায়, এবার সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সরকারের নতুন “জাগো প্রকল্প’। মূলত, মহিলাদের জন্যই এই সুবিধা নিয়ে আসা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতিমাসে ৫,০০০ টাকা করে অনুদান পাবেন। স্বাভাবিক ভাবেই নতুন এই প্রকল্পকে ঘিরে তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়েছে।

'Lakshmir Bhandar'

প্রসঙ্গত উল্লেখ্য যে, জাগো প্রকল্পের মাধ্যমে ৫,০০০ টাকার আর্থিক অনুদান পাওয়ার জন্য অবশ্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হওয়া প্রয়োজন। অবশ্য আমাদের রাজ্যে এহেন গোষ্ঠীর সংখ্যাটাও নেহাৎ কম নয়। ইতিমধ্যেই এই প্রকল্পে সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশকিছু তথ্যও সামনে এসেছে। জানা গিয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। এদিকে, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হওয়া ছাড়াও ওই গোষ্ঠীকে অন্তত এক বছরের বেশি পুরোনো হতে হবে। সর্বোপরি, অতীতে ওই স্বনির্ভর গোষ্ঠীর ঋণ নেওয়ার রেকর্ডও থাকতে হবে বলে জানা গিয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X