বাংলা হান্ট ডেস্কঃ সময়ের অভাবের দরুণ পিছিয়েছিল DA মামলার (DA Arrear Case) শেষ শুনানি। ১৮ মার্চ তথা সোমবার ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA মামলা। দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court) প্রকাশিত কজলিস্ট অনুসারে, আগামীকাল ৭ নম্বর কোর্টে DA মামলা নথিভুক্ত আছে। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে ৬০ নম্বরে নথিভুক্ত রয়েছে এই মামলা।
গত ৫ ফেব্রুয়ারি DA মামলার শেষ শুনানি ছিল। সেবারও বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে ৬০ নম্বরেই ওঠার কথা ছিল এই মামলার। তবে সময়ের অভাবের কারণে শুনানি পিছিয়ে যায়। আগামীকালও ৬০ নম্বরেই নথিভুক্ত আছে DA মামলা। সেক্ষেত্রে এই শুনানিও পিছিয়ে যাবে কিনা তা নিয়ে খানিক ধন্দে আছেন রাজ্য সরকারি কর্মীরা।
এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘শুধুমাত্র আমাদের DA মামলাটি ফাইনাল ডিজপোজাল হিসেবে স্থান পেয়েছে’। আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা উঠলে আগামীকাল মামলার শুনানির সম্ভাবনার বিষয়ে আশবাদী তাঁদের আইনজীবী, জানিয়েছেন মলয়বাবু। শেষ অবধি কী হয় আপাতত তার দিকেই তাকিয়ে সকলে।
আরও পড়ুনঃ মানবিক জাস্টিস মান্থা! ক্যান্সার আক্রান্ত শিক্ষিকাকে ‘সহানুভূতি বদলি’র নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের অধীন বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি আছে সোমবার। ২০২২ সালের মে মাসে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সেই রায়ের বিরুদ্ধে রাজ্যের তরফ থেকে রিভিউ পিটিশন দাখিল করা হয়। তবে হাই কোর্ট তা খারিজ করে দেয়।
হাই কোর্টের তরফ থেকে সেই নির্দেশের মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতে হলফনামা দেওয়ার পর হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে। এই মামলার শুনানি বহুবার পিছিয়ে গিয়েছে। তবে রাজ্য সরকারি কর্মীরা চান, এবার DA মামলার শুনানি হোক।