দেশের সবথেকে ধনী ৬ রাজ্য কি কি জানেন? বাংলা কোথায়? তালিকায় চোখ রাখলে অবাক হবেন সিওর

বাংলাহান্ট ডেস্ক : আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের (India) অর্থনীতির অবদান অনস্বীকার্য। একদা বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র থেকে, আজ বিশ্বের অন্যতম শক্তিধর অর্থনীতির রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত (India)। তবে ভারতের অর্থনৈতিক বিকাশে উল্লেখযোগ্য ভাবে অবদান রাখে বেশ কিছু রাজ্য। ভারতের এই রাজ্যগুলি (States) গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট-এর দৌড়ে রয়েছে একেবারে শীর্ষস্থানে। আজ আমরা ভারতের (India) এমন ৬টি রাজ্য সম্পর্কে জেনে নেব যেগুলি ভারতের অর্থনীতির (Economy) উন্নতির নেপথ্যে অনুঘটকের মতো কাজ করছে।

ভারতের (India) ৬টি ধনী রাজ্য

মহারাষ্ট্র : ভারতের ধনী রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী বলে পরিচিত মুম্বাই শহরে রয়েছে একাধিক দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর। রিজার্ভ ব্যাংক, মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং স্টক এক্সচেঞ্জের অফিস অবস্থিত মুম্বাইতে। হিসাব বলছে, মুম্বাইয়ের জিএসডিপি ৩১ ট্রিলিয়নের বেশি।

আরোও পড়ুন : নিয়োগ মামলায় জড়াল এক মহিলার নাম, কে এই রহস্যময়ী সুস্মিতা? জানলে উড়বে ঘুম

তামিলনাড়ু : উৎপাদন শক্তির উপর নির্ভর করে ক্রমশ নিজেদের অর্থনীতি শক্তিশালী করেছে দক্ষিণের তামিলনাড়ু। টেক্সটাইল শিল্প মূলত এই রাজ্যের অর্থনীতির চালিকাশক্তি। তামিলনাড়ুর জিএসডিপি ২০ ট্রিলিয়নের কাছাকাছি। দেশ-বিদেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে তামিলনাড়ুর বস্ত্রের। এছাড়াও অন্যান্য রাজ্যের তুলনায় অটোমেটেড মেশিন বা স্বয়ংচালিত যন্ত্র উৎপাদনের ক্ষেত্রেও অনেকেই এগিয়ে তামিলনাড়ু।

আরোও পড়ুন : ‘ডেডলাইন’ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট! বিরাট নির্দেশ বিচারপতি ঘোষের! কোন মামলায়?

গুজরাত : জিএসডিপি ক্ষেত্রে গুজরাতের অবস্থান তৃতীয়। ভারতের পশ্চিমের এই বন্দর রাজ্যের জিএসডিপির পরিমাণ ২০ ট্রিলিয়নের আশেপাশে। বন্দরের পাশাপাশি কৃষি, সর্দার সরোবর বাঁধের মতো উদ্যোগ, রাজ্যের খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে গুজরাতের অর্থনৈতিক উন্নয়নে।

• উত্তরপ্রদেশ : ১৯.৭ ট্রিলিয়ন জিএসডিপির রাজ্য উত্তরপ্রদেশ দেশের বৃহত্তম খাদ্য উৎপাদক রাজ্য। কৃষি ক্ষেত্রের পাশাপাশি, আইটি ও পর্যটন ক্ষেত্র সমৃদ্ধ করেছে রাজ্যের অর্থনীতিকে।

6 rich States in India

কর্নাটক : ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত কর্ণাটক গোটা বিশ্বে আইটি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে গত কয়েক বছরে। কর্ণাটকের জিএসডিপি ১৯.৬ ট্রিলিয়ন। দেশের বিভিন্ন স্টার্টআপ সংস্থাগুলির আঁতুড়ঘর কর্নাটকের বেঙ্গালুরু শহর। জৈবপ্রযুক্তি গবেষণা ও উন্নয়নেও এই রাজ্য রয়েছে শীর্ষস্থানে।

পশ্চিমবঙ্গ : কৃষি প্রধান পশ্চিমবঙ্গের জিএসডিপি ১৩ ট্রিলিয়নের বেশি। ব্রিটিশ ভারতের রাজধানী পশ্চিমবঙ্গের কলকাতা সমৃদ্ধি লাভ করেছে ১৮ শতক থেকেই। এ রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যগত বিকাশ গোটা দেশের কাছে সুপরিচিত।মিডিয়াম ও স্মল স্কেল ইন্ডাস্ট্রি, পাট, চা, ইস্পাত এবং বস্ত্রের মতো একাধিক ক্ষেত্রের উপর নির্ভর করে আমাদের বাংলা ভারতের অন্যতম শক্তিশালী অর্থনীতির রাজ্যে পরিণত হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর