বাংলা হান্ট ডেস্ক : এই পৃথিবীতে বহু ধরনের মানুষ বাস করে। যারমধ্যে কিছু মানুষ থাকেন যারা সমস্ত ধরণের নেশা থেকে দূরে থাকে আবার কিছু মানুষ আছেন যাদের কাছে অ্যালকোহল (Alcohol), সিগারেটই (Ciggerates) বেঁচে থাকার অবলম্বন। অ্যালকোহল বা এই ধরণের যে কোন নেশা জাতীয় দ্রব্যকে তারা অতি সাধারণ জিনিস বলে মনে করে। এখন ভাবুন তো এই বিষয়গুলি যদি কর্মক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে কেমন হবে?
সম্প্রতি এমনই এক চাকরির (Job Advertisement)খবর প্রকাশ্যে এসেছে যেখানে চাকরি দেওয়ার আগে প্রার্থীর এই বিষয়গুলি যাচাই করা হচ্ছে। আর তার কারণটিও অবাক করার মত। উল্লেখ্য, আমাদের দেশে সাধারণত চাকরির ইন্টারভিউতে এই বিষয়গুলি জিজ্ঞেস করা হয়না। বিষয়টিকে সম্পূর্ণ ব্যক্তিগত বলেই গণ্য করা হয়।
তবে প্রতিবেশী দেশ চিনে (China) একটি চাকরির বিজ্ঞাপন বার হয়েছে যা দেখে রীতিমত হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। ভাবুন, যে দেশে কুকুর-বিড়াল, তেলাপোকা-বাদুড়, বিচ্ছু-সাপ কোন কিছুকেই রেহাই দেওয়া হয়না সেখানে চাকরির জন্য নিরামিষ প্রার্থী চাওয়া হচ্ছে। এমন এক প্রার্থী যে মাছ মাংস অ্যালকোহল কোনটাই খায়না।
সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, একটি কোম্পানি অপারেশন ও মার্চেন্ডাইজারের পদের জন্য একটি চাকরির বিজ্ঞাপন দিয়েছেন। যেখানে বলা হয়েছে, যোগ্য চাকরিপ্রার্থীকে ৫০ হাজার ইউয়ান অর্থাৎ প্রায় ৬০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি কর্মচারীকে থাকার জন্য একটি বিনামূল্যে বাড়িও দেওয়া হবে। তবে এতে রয়েছে একটা শর্ত।
আবেদনকারীকে নিজেকে যোগ্য প্রমাণ করার পাশাপাশি আরো বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। কোনোভাবেই ধূমপান করা যাবেনা এবং অ্যালকোহল পান করা যাবেনা। পাশাপাশি আবেদনকারীকে নিরামিষাশী হতে হবে। কোম্পানির দাবি, ননভেজ খাওয়া মানে একটি প্রাণীকে নিষ্ঠুরভাবে হত্যা করা। এই কোম্পানি তা সমর্থন করেনা। কোম্পানির ক্যান্টিনেও আমিষ খাবার পরিবেশন করা হয় না। যারা এখানে কাজ করেন, তাদের এটা মেনে চলতে হবে।