উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার দুর্নীতিগ্রস্থ্ ও কুঁড়ে সরকারি আধিকারিকদের জোরপূর্বক অবসর করানোর উপর কাজ শুরু করে দিয়েছে। যোগী সরকার দুর্নীতিগ্রস্থ অধিকারীকদের দ্বিতীয় তালিকা বের করার জন্য পস্তুতি নিয়ে ফেলেছে। দ্বিতীয় তালিকা বের হতে কিছু সময় লাগবে তবে নিশ্চিতরূপে তালিকার উপর একশন শুরু হবে। বিগত ২ বছরে যোগী সরকার বিভিন্ন বিভাগের ২০০ জনকে জোরপূর্বক অবসর করিয়ে দিয়েছে। শুধু এই নয়, যোগী সরকার ৪০০ এর বেশিজনকে সাসপেন্ড, ডিমোশন ইত্যাদি শাস্তি দিয়ে দণ্ডিত করেছে।
এই পদক্ষেপ নেওয়া ছাড়াও এখন সরকারের রাডারে ১৫০ জন সরকারি কর্মীকে রাখা হয়েছে। শুধুমাত্র স্বরাষ্ট্র দপ্তরে ৫১ জনকে অবসর করানো হয়েছে। রাজ্যস বিভাগের দুর্নীতির অভিযোগে ৩৬ জনকে অবসর করানো হয়েছে। শ্রম বিভাগের ১৬ জন এবং বন বিভাগের ১১ জনকে অবসর করানো হয়েছে। বাণিজ্য কর ও বিনোদন কর বিভাগের ১৬ জনকে অবসর করানো হয়েছে।
এছাড়াও জনকল্যাণ বিভাগের ১৮ জন এবং পরিবহন বিভাগের ৩৬ জনের পদোন্নতি আটকে দিয়েছে যোগী সরকার। খাজনা ও খনি বিভাগের ৩ জনকে দুর্নীতির জন্য সাজা দেওয়া হয়েছে। জানিয়ে দি যোগী সরকারের মতো কিছু পদক্ষেপ এখন কেন্দ্র সরকারও শুরু করেছে। তবে রাজ্যে দুর্নীতি দমনের মামলায় যোগী আদিত্যনাথের থেকে কেউ এগিয়ে নেয়। শীঘ্রই ২য় তালিকা বের হতে চলেছে যেখানে ৬০০ জন সরকারী আধিকারিককে তাদের দুর্নীতি ও কাজের খামতি অনুযায়ী সাজা দেওয়া হবে। তালিকা কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পৌঁছে যাবে এবং তার পরেই শুরু হবে ছাঁটাই এর কাজ।