বাংলা হান্ট ডেস্ক : আর কয়েক দিন পরই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগেই একাধিক জায়গায় ঘর ভাঙছে তৃণমূলের। বীরভূমে আবারও তৃণমূল (TMC) ছাড়লেন নেতা-কর্মীরা। দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এখন তিহাড়ে বন্দি। সেই কেষ্টর গড়ের তৃণমূল বুথ সভাপতি সহ ৬০০ জন সিপিএমে যোগ (CPM Join) দিলেন।
অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমে মাটি হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। অনুব্রতর না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বিরোধী শিবির থেকে নিজেদের দলে একের পর এক কর্মীকে যোগদান করাচ্ছে সিপিএম। মঙ্গলবারের পর এবার বৃহস্পতিবার। এদিন সাত্তর অঞ্চলের হাটপুকুরডাঙার আদিবাসী ও সংখ্যালঘু প্রায় ৬০০ জন মানুষ সিপিএমে যোগ দেন।
এদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিও রয়েছেন। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি থেকেও সিপিএমে যোগ দিয়েছেন অনেকে। ওই গ্রামের অধিকাংশ বাসিন্দাই এর ফলে সিপিএমে চলে এসেছে বলে জানা যাচ্ছে।
কিছুদিন আগেই, বোলপুরের মহিদাপুর এলাকায় ১২ বছর পর সভা করে যোগদান করিয়েছিলেন বামফ্রন্ট নেতারা। বৃহস্পতিবার পাড়ুই থানার সাত্তর গ্রামপঞ্চায়েতের হাটপুকুরডাঙায় সভা করে সিপিএম। সেখানেই ওই গ্রামের তৃণমূলের বুথ সভাপতি সেখ আব্বাস, স্থানীয় তৃণমূল নেতা রবিলাল হেমব্রম, সেখ নাসির, সেখ আলম সহ প্রায় ৬০০ জন যোগদান করেন।
এদিনের ওই সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা বকুল ঘড়ুই ও সিপিএম এর জেলা কমিটির সদস্য মানব রায়। এদিন ওই নেতারাই কর্মীদের হাতে পতাকা তুলে দেন। সিপিএম নেতাদের দাবি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সামনে আসাতেই মানুষ প্রতিবাদ করতে তৃণমূল ছেড়ে চলে আসছেন।