বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার মানেই টলিপাড়ার (Tollywood) সিরিয়ালগুলির ভাগ্য নির্ধারণের দিন। কারণ আজকের দিনেই প্রকাশ্যে আসে কাঙ্খিত টিআরপি (Target Rating Point) তালিকা। সারা সপ্তাহের পরিশ্রমের ফল জানান দেয় এই টিআরপি তালিকা (TRP List)। কে কতটা এগিয়ে গেল আর কে কয় ধাপ পিছিয়ে পড়ল এই সবটাই নির্ভর করে এই নম্বরের উপর। তাহলে চলুন দেখে নিই নতুন মাসের প্রথম সপ্তাহের টিআরপি তালিকায় কতটা রদবদল হল!
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় রীতিমত হাড্ডাহাড্ডি লড়াই। বিগত কয়েক সপ্তাহের পর এক ঝটকায় প্রথম স্থান হারালো জি বাংলার ‘জগদ্ধাত্রী’। পর্ণা, সৃজনের কারনামার কাছে খানিক পিছিয়ে পড়েছে জ্যাস স্যানালের ক্যারিশ্মা। ৮.৭ পয়েন্ট নিয়ে সবার সেরার সেরা স্থান দখল করেছে ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu)।
মাত্র এক পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থান অর্জন করল জি বাংলার অপর একটি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। সিরিয়ালটির দখলে রয়েছে ৮.৬ পয়েন্ট। তবে স্থানচ্যুত হয়নি ‘ফুলকি’। রোহিত এবং ফুলকির গল্প পকেটে পুরেছে ৮.৩ নম্বর। চতুর্থ স্থানে যৌথভাবে স্থান দখল করেছে স্টার জলসার সিরিয়াল ‘গীতা এল.এল.বি’ এবং জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’। দুজনের ঝুলিতেই গেছে ৭.৮ পয়েন্ট করে।
আরও পড়ুন : কোচিং ছাড়াই সাফল্য, গরিব ট্রাক চালকের ছেলে আজ SDM, সিনেমাকেও হার মানাবে যোগেশের গল্প
মাঝে কিছুদিন একটু উপর দিকে উঠলেও ফের নিচের দিকে নেমে গেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহে সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.৫। টিআরপি তালিকায় সপ্তম স্থানে জায়গা করেছে স্টার জলসার এককালীন টপার এই মেগা। শুরুর থেকেই ভালো ফল করতে পারছেনা ‘চিনি’। মাত্র ৩.৩ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে নিচের দিকে রয়েছে এই সিরিয়াল।
চলুন দেখে নিই চলতি সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা
1st •• নিম ফুলের মধু ৮.৭
2nd •• জগধাত্রী ৮.৬
3rd •• ফুলকি ৮.৩
4th •• গীতা LLB , কোন গোপনে ৭.৮
5th •• কথা ৭.২
6th •• কার কাছে কই মনের কথা ৬.৮
7th •• অনুরাগের ছোয়া ৬.৫
8th •• সন্ধ্যাতারা ৬.৪
9th •• তোমাদের রাণী ৫.৭
10th •• তুমি আশেপাশে থাকলে ৫.৬
নন ফিকশন ••
ঘরে ঘরে জি বাংলা ১.৫
দিদি No.1 S9 (Week days) (৩.১)
দিদি নং ওয়ান (সানডে ধামাকা) ৭.৫
Jalsha Sunday Fictions ৪.৯
দাদাগিরি ৫.৮
Jalsha Fiction ৫.০