ঘুরে গেল মোড়! রাজ্য সরকারি কর্মীদের DA মামলা নিয়ে ঘটে গেল এই ঘটনা, চাপে সরকার?

বাংলা হান্ট ডেস্কঃ অপেক্ষা আর অপেক্ষা! বহুদিন পেরিয়ে গেলেও এখনও জট খোলেনি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) মামলার। আগামী ২০২৫ সালের ৭ জানুয়ারি (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা (DA Case)। সেই দিকেই নজর রয়েছে সকলের। এরই মাঝে বড় খবর এল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।

সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হল, বকেয়া ডিএ মামলায় তারাও যুক্ত হতে চলেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাস্কর ঘোষ লেখেন, ‘রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্ট চলছে। এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ অংশীদার নয়। এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চকে যুক্ত করার জন্য প্রচেষ্টা চলছে। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের টিম হাইকোর্টে আইনজীবীদের চেম্বারে যান। সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। এই বৃহৎ ও কঠিন লড়াইয়ে সবাইকে পাশে চাই। ”

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ (Dearness Allowance) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

সেই ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে ২০২৪ সাল। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল। গত ২০২২ সালের ২০ মে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও শুনানি পিছিয়ে গিয়েছে।

dearness allowance

আরও পড়ুন: একের পর এক ধামাকা! একলাফে বাড়বে বেতন, এই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর

এদিকে উৎসবের মধ্যেই ধামাকা দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) আরও ৩% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। যার ফলে দীপাবলির আগে রীতিমতো লটারি লাগলো সরকারি কর্মীদের (Government Employees)। এতদিন তারা ৫০% হারে ডিএ (DA) পাচ্ছিলেন। এবার তা বেড়ে হল ৫৩ শতাংশ। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র ১৪% হারে ডিএ পাচ্ছেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর