কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়! দিল্লিতে ইডির তলব ৭ আইপিএস অফিসারকে

বাংলাহান্ট ডেস্ক : কয়লা পাচার-কাণ্ডে (Coal Smuggling Case) গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইডির (ED)। ৭ আইপিএস (IPS Officer) পদমর্যাদার পুলিশ অধিকর্তাকে তলব করল ইডি। দিল্লিতে তাঁদের তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। যে সময় কয়লা পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছিল বলে সেই সময় এই পুলিশ আধিকারিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে জানা যাচ্ছে।

প্রভাবশালী রাজনৈতিক নেতা-মন্ত্রীদের নিয়ে টানাপোড়েন চলছেই বাংলায়। এরপর কয়লা কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে রাজ্যের ৮ আইপিএস (IPS) অফিসার। এই মাসেই তাঁদের তলব করা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা যাচ্ছে। ১৫ আগস্টের পর তাঁদের দিল্লিতে গিয়ে ইডি (ED) সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ এসেছে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, আইপিএসদের এই তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের ডিজি জ্ঞানবন্ত সিং-এর নামও। আইপিএস সুকেশ জৈন, কোটেশ্বর রাও, রাজীব মিশ্রকেও ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে। এই মর্মে তাঁদের কাছে নোটিস পাঠানো হবে বলে জানা যাচ্ছে।

গরু এবং কয়লা পাচার মামলার তদন্তে মারাত্মক সব পদক্ষেপ শুরু করেছে ইডি-সিবিআই। বৃহস্পতিবাা সকালেই গরু পাচার মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগে বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে জানা যাচ্ছে। এর ঠিক পরই এবার কয়লা পাচার মামলায় পদক্ষেপ করল ইডি। কেন্দ্রীশ সংস্থা তলব করল রাজ্যের ৮ আইপিএস অফিসারকে। কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক বার দিল্লি ও কলকাতায় তলব করেছে ইডি। এখন দেখার পুলিশ আধিকারিকদের পর অভিষেককেও আবার ডাক পাঠায় কিনা।

 

Avatar
Sudipto

সম্পর্কিত খবর