৭২ জনেরই মৃত্যু! নেপালের বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ ভারতীয়ও

বাংলা হান্ট ডেস্ক : মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল নেপাল (Nepal)। পোখরায় যাত্রী-সহ বিমান ভেঙে পড়ার (plane crash) ঘটনায় মৃত্যু (dead) হল ভিতরে থাকা ৭২ যাত্রীরই। জানা যাচ্ছে, বিমানের ভিতরে ৬৮জন যাত্রী ছাড়াও পাইলট ও কেবিন ক্রু মিলিয়ে আরও চারজন ছিলেন। কাঠমাণ্ডু থেকে পোখরা আসছিল বিমানটি। রানওয়েতে অবতরণের মাত্র ১০ সেকেন্ড আগে তা ভেঙে পড়ে। সূত্রের খবর, ওই ৬৮ জন যাত্রীর মধ্যে ছিলেন ৫ ভারতীয়ও।

সংবাদসংস্থা মারফত খবর, বিমানে ৫ ভারতীয়-সহ মোট ১৪ জন বিদেশি যাত্রী ছিলেন। ওই ৬৮ জন যাত্রীর মধ্যে ৫৪জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ নাগরিক, দুজন কোরিয়ান, একজন আর্জেন্টিনার এবং একজন ফরাসি নাগরিক ছিলেন। মৃত যাত্রীদের তালিকায় রয়েছে তিন শিশুও।

nepal 4

রবিবার সকাল ১০টা ৩৩ মিনিট নাগাদ বিমানটি ভেঙে পড়ে সেতি গণ্ডকি নদীর পাশে ঝোপের মধ্যে। বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে আর দশ সেকেন্ডের মধ্যেই সেটি মাটি ছুঁত। কিন্তু তার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনার তদন্ত করা হবে জানিয়েছে নেপাল বিমান চলাচল কর্তৃপক্ষ (Nepal Aviation Authority)। জানা গেছে, ইয়েতি এয়ারলাইন্সের প্লেনগুলি সবই পুরনো। একইসঙ্গে কম উচ্চতায় ওড়ার জন্যই তৈরি করা হয় বিমানগুলি। এদের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০০ কিলোমিটার।

তবে নেপালে বিমান দুর্ঘটনার ঘটনা এই প্রথম নয়। অতীতে বহুবার সে দেশে দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং প্রচুর মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে দেশের এয়ারলাইন্স ব্যবসা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে। সেখানর বিমান চলাচল ব্যবস্থায় নিরাপত্তার গলদ এবং প্রশিক্ষক প্রাপ্ত পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে বলে অভিযোগ। সে জন্য ইউরোপীয় ইউনিয়ন ২০১৩ সাল থেকেই নেপালে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনও নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ জানায়।

Sudipto

সম্পর্কিত খবর