বাংলা হান্ট নিউজ ডেস্ক: এখনকার দিনে ৪০ পেরোনোর পরেই হাঁটু ও পায়ের ব্যথায় কাতরানো এখন বাঙালিদের প্রায় প্রতিটি বাড়ির সমস্যা। মধ্যবয়সেই শারীরিক সক্রিয়তা হারাচ্ছেন তারা। কিন্তু এবার ৭৯ বছর বয়সে ব্যথা-যন্ত্রণার প্রতিবন্ধকতাকে হারিয়ে এক অনন্য নজির গড়লেন কালনার বৃদ্ধা অনিমা তালুকদার। এই বয়সে আন্তর্জাতিক স্তরে দৌড় এবং হাঁটা প্রতিযোগিতা মিলিয়ে দু দুটি সোনা জিতলেন অনন্য। বয়স যে শুধুমাত্র সংখ্যা তা প্রমাণ করলেন তিনি।
৪ এবং ৫ই জুন সিঙ্গাপুরের ৪৫ তম আন্তর্জাতিক মাস্টার্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতার মোট তিনটি ইভেন্টেই অংশগ্রহণ করেছিলেন অনিমা তালুকদার। কালনার কৃষ্ণদেবপুর এলাকার প্রাক্তন শিক্ষিকা বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিন বিভাগেই জিতে নিয়েছেন পদক। তিন কিলোমিটার হাঁটা, ২০০ মিটার দৌড় এবং শট পাটে অংশগ্রহণ করেছিলেন অনিমাদেবী। এর মধ্যে হাঁটা ও দৌড় প্রতিযোগিতায় দুটি সোনার পদক জিতেছেন। শট পাটে সোনা জিততে না পারলেও ব্রোঞ্জ পদক এনেছেন তিনি।
এর কিছুদিন আগেই চেন্নাইয়ের মাটিতে আয়োজিত হওয়া জাতীয়স্তরের হাঁটা প্রতিযোগিতায় তিনি রৌপ্য পদক জিতেছিলেন অসীমা। তার মেয়ে অসীমা তালুকদার জানিয়েছেন যে, কর্মজীবন থেকে তার মা অবসর নিলেও হাঁটাহাঁটি করা ছিল অনিমা দেবীর প্রতিদিনের রুটিং। শরীরকে সুস্থ রাখতে তিনি কড়া নিয়ম মেনে চলেছিলেন এবং এর পাশাপাশি অনিমাদেবী বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন।
অনিমাদেবীর ছেলে ডা. অরুণাংশু তালুকদার বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যাপক। মায়ের সাফল্যে তিনিও অত্যন্ত খুশি। এই বয়সে মায়ের এই সাফল্য তাঁকেও অনুপ্রেরিত করে চলছে বলে জানান অনিমাদেবীর চিকিৎসক ছেলে। তাঁর মত অনুযায়ী তার মা নজির গড়ে চলছেন সকলের বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে।