ভোটের আগেই সুখবর! কাঁধে ১৬৫০ কোটির বোঝা নিয়েও ফের DA বাড়াচ্ছে রাজ্য, শীঘ্রই ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগেই মাস্টারস্ট্রোক দিয়েছে মোদী। সম্প্রতি সরকারি (Government Employees) কর্মীদের বিরাট সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ফের একবার বাড়ানো হয়েছে। ফের একদফায় ৪ শতাংশ ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। জানিয়ে রাখি এর আগে কেন্দ্রের কর্মীরা ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন। এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০ শতাংশ।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে ৫০% হওয়ায় আরও অনেক পিছিয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য ও কেন্দ্রের কর্মীদের ডিএ-র একটা বড় ফারাক তৈরি হয়েছে। এই আবহে এবার বিরাট পদক্ষেপের পথে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই ডিএ বাড়তে চলেছে এই রাজ্যে। যার ফলে উপকৃত হবেন লাখ লাখ সরকারি কর্মচারী।

লোকসভা ভোটের মুখে ডিএ বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের একগুচ্ছ ভাতাও বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। গ্র্যাজুইটির সর্বোচ্চসীমা ২০ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অন্যান্য ভাতাও ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই বহু রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেকাংশে কম ডিএ পান। মোদী সরকারের এই পদক্ষেপের ফলে তারা আরও পিছিয়ে পড়েছেন।

আর এসবের মাঝেই এবার বড় সিদ্ধান্তের পথে রাজস্থান সরকার। রিপোর্ট অনুযায়ী, এর আগে গত ৩১ অক্টোবর রাজস্থানে ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছিল। সেবারে ৪২ শতাংশ থেকে বেড়ে মহার্ঘ ভাতা দাঁড়ায় ৪৬ শতাংশে। আর এবার কেন্দ্রের ডিএ বৃদ্ধির পর পরই শোনা যাচ্ছে ফের ডিএ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার।

dearness allowance

আরও পড়ুন: আজ থেকেই গরমে ফুটবে এই সব জেলা, ফের কবে বৃষ্টি? জানাল হাওয়া অফিস: আবহাওয়ার খবর

রিপোর্ট অনুযায়ী ফের এক দফায় ৪ শতাংশ ডিএ বাড়াতে পারে রাজস্থান সরকার। শীঘ্রই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এই বিষয়ে ঘোষণা করতে পারেন। যদি রাজ্য সরকার সত্যিই এই সিদ্ধান্ত নেয় তাহলে রাজ্যের পদক্ষেপে ৮ লাখ সরকারি কর্মচারী এবং ৪ লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা লাভবান হবেন। তবে রিপোর্ট অনুযায়ী, সে রাজ্যের সরকার সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে ৫০ শতাংশ করলে সরকারের কাঁধে ১৬৫০ কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর