বাংলাহান্ট ডেস্ক : গতকালই বড়দিনের জন্য প্রতিবারের মতো এবারও পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে সরকারি কর্মচারীদের ১ জানুয়ারি থেকে রাজ্য সরকার আরও ৪ শতাংশ মহার্ঘ্য ভাতার ঘোষণা করেছে। এর ফলে বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে ১০ শতাংশ হল।
তবে মমতার এই ঘোষণায় মোটেও সন্তুষ্ট নন সরকারি কর্মচারীরা। আর তাই আজকে ভোরেই নবান্নে অবস্থান বিক্ষোভ শুরু করে দেয় তাঁরা। উল্লেখ্য, গতকালই আন্দোলনকারীদের নবান্নের বাসস্ট্যান্ডে অবস্থানে বসার অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট।মুখ্যমন্ত্রীর ডিএ নিয়ে ঘোষণার পরেই আন্দোলনকারীরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসার চেষ্টা করে।
কিন্তু, পুলিশি তৎপরতায় তা সম্ভব হয়নি। তবে রাতে পিছু হটলেও ভোর হতে না হতেই সেখানে আন্দোলনকারীরা পৌঁছে যান। সেই সময় ব্যারিকেড দিয়ে ডিএ আন্দোলনকারীদের আটকানোর চেষ্ট করা হয়েছিল পুলিশের তরফ থেকে। এরপর আন্দোলনকারী সরকারি কর্মচারীরা নবান্নের রাস্তার সামনেই বসে পড়েছিলেন।
আরোও পড়ুন : ভয়াবহ বিস্ফোরণ, ভোররাতে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা! বন্ধ হাওড়া-মুম্বাই রুটের ট্রেন পরিষেবা
আন্দোলনকারীরা অভিযোগ করেন, নবান্নের বাসস্ট্যান্ডে অবস্থানের অনুমতি দিয়েছে হাই কোর্ট। কিন্তু তা সত্ত্বেও, পুলিশ তাঁদের সেখানে ঢুকতে না দেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনকারীদের রাস্তাতেই বসে পড়তে হয়। পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের রাস্তা থেকে উঠে যেতে অনুরোধ করা হলেও, আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অটল থাকে ।
আরোও পড়ুন : আর মাত্র কয়েক দিন, আসছে সুখবর! হাওড়া নয়, তবে বাংলা দিয়েই ছুটবে দেশের প্রথম ‘অমৃত ভারত’
আন্দোলনরত সরকারি কর্মীদের মতে, হাই কোর্টের নির্ধারিত করে দেওয়া জায়গায় পুলিশ তাদের বসতে বাধা দিচ্ছে। এই অবস্থায় প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলে। এরপরই নবান্নের সুরক্ষার কথা মাথায় রেখে পুলিশের তরফ থেকে পুরো নবান্ন চত্বরকে পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়।
আন্দোলনকারীদের স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনও বাধা দানের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমনকি নিকটবর্তী শৌচালয় ও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না আন্দোলনকারীদের। তবে আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের কাছে এসে পৌঁছায় আরো একটি সুখবর । আগামীকাল বিকেল চারটে পর্যন্ত ধরনা চালিয়ে যাওয়ার জন্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ।