বাংলা হান্ট ডেস্কঃ কবে কার্যকর হবে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) রিপোর্ট? ক্রমাগত এই নিয়ে আওয়াজ তুলছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Employees)। নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক হলেও সেখানে রাজ্যের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করার বিষয়ে কিছুই বলা হল না। এই নিয়েই এবার সরকারের অর্থ দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করল সরকারি কর্মীদের প্রতিনিধি দল। এবার কী কোনো সুরাহা হবে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা।
বিগত কয়েক মাস ধরেই নতুন বেতন কমিশনের অধীনে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে কর্ণাটকের সরকারি কর্মচারীরা। সে রাজ্যের ৫ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এব লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী রাজ্য সরকারের সবুজ সংকেতের আশায় বসে রয়েছেন। গত ১৬ মার্চ রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট জমা পড়েছিল রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে।
রিপোর্ট অনুযায়ী সুপারিশ করা হয়েছিল, সরকারি কর্মচারীদের মূল বেতন ২৭.৫ শতাংশ বাড়ানো হোক। এদিকে সরকারও উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিল। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, কর্ণাটক রাজ্যের সরকারি কর্মচারীদের মূল বেতন অন্তত ১৭,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৭,০০০ টাকা করার কথা বলা হয়েছে। বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী মাইনে পান।
আগেই মনে করা হচ্ছিল ভোট মিটলেই রাজ্য সরকারি কর্মচারীরা ফের একবার নতুন কমিশনের দাবিতে সরব হতে পারেন। আর বাস্তবে হলও তাই। ভোটের পালা চুকতেই রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের নেতারা সোজা অর্থ দফতরের আধিকারিকদের সঙ্গে গিয়ে দেখা করলেন।
আরও পড়ুন: আদালতে ঝুলছে মামলা! এরই মাঝে বাংলার শিক্ষকদের পক্ষে বিরাট রায় দিল হাইকোর্ট
উল্লেখ্য, নতুন বেতন কমিশনের আওতায় মাইনে বাড়ানোর জন্য বেশ কয়েক মাস ধরেই দাবি জানিয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকার প্রাথমিক ভাবে পদক্ষেপ করলেও ভোটের আগে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়। আগের বিজেপি সরকারের আমলেই সপ্তম রাজ্য বেতন কমিশনের গঠন করা হয়েছিল। বর্তমান সরকার সেই কমিটির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়ে ২০২৪ সালের ১৫ মার্চ পর্যন্ত করেছিল। এই অবস্থায় এবার ভোট মিটতেই অ্যাকশনে সরকারি কর্মচারীরা। বলে রাখা ভালো, রাজ্যে বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে সরকারি কোষাগারের ওপর ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বোঝা পড়তে পারে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা