DA দূরের কথা, ১৯ জুলাই ডেডলাইন! এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি কড়া নির্দেশিকা

   

বাংলা হান্ট ডেস্কঃ ভোট মিটতেই সরকারের কড়াকড়ি শুরু। কেন্দ্রীয় সরকারের পর এবার রাজ্য। সম্প্রতি নিজের কর্মীদের (Government Employees) জন্য এক মেমো জারি করেছে মিজোরামের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। যেখানে বলা হয়েছে, সাবস্টিটিউট অর্থাৎ বিকল্প দিয়ে কাজ চালানো সমস্ত সরকারি কর্মচারীদের তাদের নিজ নিজ পদে ফিরতে হবে। ডেডলাইনও বেঁধে দিয়েছে সরকার। বলা হয়েছে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।

সে রাজ্যের সমস্ত রেগুলার কর্মচারী, কো-টার্মিনাস কর্মচারী, পার্টটাইম কর্মচারী, ক্যাজুয়াল কর্মচারী, বিশেষ কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারীর পাশাপাশি অস্থায়ী কর্মচারীদেরও ১৯ জুলাইয়ের মধ্যে নিয়ম মানার কথা বলা হয়েছে। সব দফতর এবং বিভাবগকে ৪৫ দিনের মধ্যে এই সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ সামনে এসেছে।

পাশাপাশি সরকারের তরফে জারি করা মেমোতে বলা হয়েছে বিদ্যমান নিয়ম এবং সুবিধা প্রযোজ্য না হওয়ায় অস্থায়ী সরকারি কর্মচারী এবং সিএসএস কর্মচারীদের চাকরি চলে যাবে। সরকার তরফে সাফ জানানো হয়েছে যেই সমস্ত কর্মচারী নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বে ফিরতে পারবেন না তাদের ‘অনুমোদিত অনুপস্থিত’ ধরে নিয়ে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।

সমস্ত বিভাগকে আগামী ৪৫ দিনের মধ্যে এই সম্পর্কিত একটি ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দিতে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র তরফে নয়া অর্ডার জারি করে বলা হয়েছে, যে সমস্ত কর্মীরা দেরি করে অফিসে ঢুকছেন এবং যারা নির্ধারিত সময়ের আগেই অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে এবার কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে।

govt da

আরও পড়ুন: বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, তার আগে বজ্রপাত সহ হালকা ভিজবে এইসব জেলা

রিপোর্ট অনুযায়ী, সকাল ৯ টার মধ্যে সরকারি কর্মচারী এবং আধিকারিকদের সংশ্লিষ্ট দফতরে ঢুকে যেতে হবে। তবে ‘গ্রেস টাইম’ হিসাবে ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে। অর্থাৎ, ৯ টা ১৫ মিনিটের মধ্যে সরকারি কর্মীদের নিজেদের দফতরে ঢুকতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, কেন্দ্রের কর্মীরা অফিসে আসতে দেরি করলে তাদের আর্ধেক দিনের ক্যাজুয়াল লিভ (সিএল) কেটে নেওয়া হবে। যদি কোনো সরকারি কর্মী মাসে দু’বার দেরি করে আসার পরেও যদি তৃতীয়বার একই ‘ভুল’ করেন, তখন এই নিয়ম কার্যকর হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর