মোদির জন্মদিনেই দেশে ফিরছে ৮ চিতা, ৭৫ বছর পর নামিবিয়া থেকে আসছে ভারতে

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ৭৫ বছর পর ভারতে ফিরছে চিতাবাঘ (Leopard)। এবং সেটা হতে চলেছে প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনই। উজবেকিস্তানের সমরখন্দে আঞ্চলিক সম্মেলন থেকে দিল্লি ফিরেই তাই প্রধানমন্ত্রী (Narendra Modi) যাবেন মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। সেখানে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) চিতাবাঘের আনা উপলক্ষে এক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানেই যোগ দিয়ে মোদি তাঁর ৭২তম জন্মদিন পালন করবেন।

আগামীকাল শনিবার ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন। ওই দিনই আফ্রিকার নামিবিয়া থেকে ভারতে আসছে আটটি চিতা। আফ্রিকার অতিথিদের এ দেশে নিয়ে আসার দায়িত্বে যে বোয়িং বিমানটি রয়েছে তার সম্মুখে আঁকা হয়েছে চিতার মুখ। মোদির জন্মদিন থেকেই বিজেপি শুরু করছে ‘সেবা পক্ষ’? এক পক্ষকাল ধরে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যার মাধ্যমে পালিত হবে ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’। সেই বৈচিত্র্যের অন্যতম অঙ্গ হয়ে উঠতে চলেছে এই নবাগত চিতারাই।

আগে ঠিক ছিল, ৭৫তম স্বাধীনতা দিবসের অমৃতকাল উৎসবে ১৫ আগস্ট দেশে চিতা আগমন ঘটবে। শেষ পর্যন্ত বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এখন তাদের স্বাগত জানাতে প্রস্তুত কুনো জাতীয় উদ্যান। দেশে চিতার প্রত্যাবর্তনের প্রথম উদ্যোগ নেওয়া বহু আগেই। তখন ঠিক হয়েছিল  ইরান থেকে ভারতে আনা হবে এশিয়াটিক চিতা। কথাবার্তা অনেক দূর এগিয়ে যায় নতুন শতাব্দীতে। ইরান চিতা দিতে রাজি হয়, কিন্তু তার বদলে তারা ভারতের এশিয়াটিক সিংহ পাওয়ার দাবি জানায়। তাদের সেই ‘চিতা নাও, সিংহ দাও’ দাবিতে পানি ঢেলে দেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ থেকে ঠিক পৌনে এক শ বছর আগে, ১৯৪৭ সালে, আজকের ছত্তিশগড়ের অধুনালুপ্ত সরগুজা স্টেটের রাজা রামানুজ প্রতাপ সিং দেও দেশের শেষ তিনটি চিতা শিকার করেন। তার পাঁচ বছর পর ভারত সরকার দেশে চিতা নিঃশেষ হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। দীর্ঘ ৭৫ বছর পর সেই শূন্যতাই কাটতে চলেছে। কাল শনিবার সেই মাহেন্দ্রক্ষণ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর