বাংলাহান্ট ডেস্ক: আজ ৯০ তম বায়ুসেনা দিবস পালন করছে ভারতীয় বায়ুসেনা। এই উপলক্ষে নিজেদের বীরত্ব প্রদর্শন করতে উদ্যত তারা। চন্ডীগড়ের শুকনা লেক কমপ্লেক্সে আজ প্রতিধ্বনিত হল ‘রাগ ভারত’। অন্তত ৮০টি সামরিক বিমান ও হেলিকপ্টার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। একইসঙ্গে একাধিক ঘোষণাও করা হল এই অনুষ্ঠানের মঞ্চ থেকে।
৯০ তম বায়ুসেনা দিবস উপলক্ষে একটি এয়ার শোয়ের আয়োজন করেছে ভারতীয় বায়ুসেনা। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বায়ুসেনার প্রায় ৮০টি বিমান ও হেলিকপ্টার। এই প্রথম দিল্লির বাইরে কোথাও বায়ুসেনা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বায়ুসেনা। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপ্রতি দ্রৌপদী মুর্মু এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।
শুকনা লেক কমপ্লেক্সের এই এয়ার শোয়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রপতি। এয়ার শোয়ের আগে বায়ুসেনার ঘাঁটিতে একটি কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল বিক্রম রাম চৌধুরী। বায়ুসেনার জন্য একটি নতুন ঊর্দির উদ্বোধনও করলেন তিনি।
পাশাপাশি তিনি এদিন জানান, প্রত্যেক অগ্নিবীর যাতে ভারতীয় বিমান বাহিনীতে ক্যারিয়ার শুরু করার জন্য সঠিক দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে পারে তা নিশ্চিত করবেন তারা। এর জন্য বায়ুসেনা তাদের অপারেশনাল ট্রেনিং পদ্ধতিতে পরিবর্তন আনতে চলেছে। একইসঙ্গে তিনি জানান, আগামী বছর থেকে বায়ুসেনায় মহিলা বায়ু অগ্নিবীরদের নিয়োগ করা হবে। একইসঙ্গে বিমান বাহিনীর অফিসারদের জন্য একটি অস্ত্র সিস্টেম উইং তৈরি করা হবে বলে জানান বিক্রম রাম চৌধুরী।
আজকের কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নিয়েছিল রুদ্র ফর্মেশন। এই ফর্মেশন চলাকালীন তাঁদের অতিক্রম করেছে একটি অত্যাধুনিক হাল্কা হেলিকপ্টার এম কে-৪। অনুষ্ঠানে অল্প সময়ের মধ্যে আস্ত একটি গাড়ি খুলে ফেলে তারপর আবার সেটিকে জুড়ে ফেলার কার্যক্রমও প্রদর্শন করা হয়েছে। এরপর শুকনা লেকে ফ্লাই পাস্ট অনুষ্ঠানটি হয়েছে।
বায়ুসেনায় সম্প্রতি অন্তর্ভুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার ‘প্রচণ্ড’। আজকের ফ্লাই পাস্টে এটিও তিনটি বিমানের সঙ্গে নিজের কৌশল প্রদর্শন করল। এছাড়াও লাইট কমব্যাট বিমান তেজস, সুখোই, মিগ-২৯, জাগুয়ার, রাফায়েল, আইএল-৭৬, সি-১৩০ জে এবং হক-এর মতো বিমানও ফ্লাই পাস্টে অংশগ্রহণ করেছে।
এছাড়াও উন্নত হাল্কা হেলিকপ্টার ধ্রুব, চিনুক, অ্যাপাচে এবং এমআই-১৭’র মতো হেলিকপ্টারও অংশ নিয়েছে আজকের অনুষ্ঠানে। ফ্লাই পাস্টের শুরুতে বায়ুসেনার প্যারাট্রুপার টিম ‘আকাশ গঙ্গা’ এএন-৩২ বিমান থেকে ঝাঁপ দিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করল। এটি দিয়েই শুরু হল ফ্লাই পাস্ট অনুষ্ঠানটি।