৮২ বর্ষীয় শাশুড়িকে অমানবিকভাবে মারধর করা বউমা গ্রেফতার, ভিডিও ভাইরাল করেছিল নাতি নাতনিরা

Published On:

Bangla Hunt Desk: প্রতিদিনই সমাজের বিভিন্ন প্রান্ত থেকে নানান ভিডিও ভাইরাল (Viral video) হচ্ছে স্যোশাল মিডিয়ায়। তার মধ্যে যেমন হাস্যকর ভিডিও থাকে, তেমনই বেদনাদায়ক ভিডিও দেখতে পাওয়া যায়। সম্প্রতি সোনাপটের সেক্টর -২৩ থেকে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে নিন্দায় সরব হয়েছে নেটিজনরা।

সোনিপটের ( Sonipat) সেক্টর -২৩-এর রামহর পেশায় একজন দুধ বিক্রেতা। তার স্ত্রী সরোজ স্বাস্থ্য বিভাগের একজন কর্মরত কর্মী। প্রতিদিন সকালে নিজের কাজের তাগিদে খুব ভোরেই বাড়ি থেকে বেরিয়ে যান রামহর। বাড়িতে তার বছর ৮২-এর বৃদ্ধা মা এবং সন্তান সন্ততিরা থাকেন। কিছুদিন ধরেই নিজের স্ত্রী এবং শাশুড়ির বিরুদ্ধে এক অভিযোগ এসেছিলে তার কাছে।

পরিবারের বিরুদ্ধে অভিযোগ
অভিযোগ ওঠে রামহর প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার স্ত্রী এবং শাশুড়ি তার মার উপর অত্যাচার চালায়। অমানবিভাবে তার উপর মারধর করেন তারা। কিন্তু এই কথার কোন প্রমাণ ছিল না তার কাছে। এরই মাঝে একদিন তার শ্যালক তাঁকে একটি ভিডিও পাঠায়, যেটি তার সন্তানরাই তাঁদের মামাকে পাঠিয়েছিল।

https://twitter.com/TajinderBagga/status/1297253132510982145

ভাইরাল ভিডিওর বিষয়
ভিডিওটিতে রামহর দেখেন, তিনি বাড়ি থেকে বেরিয়া যাওয়ার পর, তার মাকে দিয়ে ঘরের কাজ করানো হচ্ছে। বৃদ্ধা মায়ের উপর অকথ্য অত্যাচার করে তাঁকে মারধর করেছে তার স্ত্রী সরোজ। এমনকি বাচ্চাদের সামনে চলতে থাকা এই অত্যাচারের সাথে বাচ্চাদেরও হুমকি দেওয়া হত। এই ভিডিও দেখার পর তৎক্ষণাৎ স্থানীয় থানায় যোগাযোগ করে রামহর।

দায়ের হয় অভিযোগ
স্ত্রী এবং শাশুড়ির নামে থানায় অভিযোগ জানানোর পর থেকেই ফেরার হয় তারা। রামহর নিজের বাড়িতে থাকায় নিরাপদ না মনে করে মাকে নিয়ে অন্যত্র এক আত্মীয়র বাড়ি চলে যায়। স্যোশাল মিডিয়ায় এই অমানবিক ঘটনার ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। বর্তমানে পুলিশি তৎপরতায় অভিযুক্ত মহিলা এবং তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।

X