বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan) থেকে বহু নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে ভিক্ষাবৃত্তি করতে যাচ্ছেন। এঁদের মধ্যে অনেকেই বিদেশি রাষ্ট্রে ভিক্ষাবৃত্তি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতারও হচ্ছেন। পাকিস্তানের সেনেট স্ট্যান্ডিং কমিটির তরফে পাক নাগরিকদের দেশের বাইরে ভিক্ষাবৃত্তি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই সংক্রান্ত খবরাখবর প্রকাশিত হচ্ছে পাকিস্তানি সংবাদমাধ্যমে।
সূত্রের খবর, পাকিস্তানি নাগরিকরা যে দেশগুলিতে ভিক্ষা করতে যাচ্ছেন সেই দেশগুলির মধ্যে রয়েছে সৌদি আরব, ইরান, ইরাকের মতো দেশ। এই দেশগুলিতে পাকিস্তানি নাগরিকরা তীর্থযাত্রীর ভিসা নিয়ে ভিক্ষাবৃত্তি করতে যাচ্ছেন। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, বিদেশে ভিক্ষাবৃত্তি করতে যাওয়া নাগরিকদের মধ্যে যাঁরা গ্রেফতার হচ্ছেন তাঁদের মধ্যে ৯০ শতাংশই পাকিস্তানি নাগরিক। এদিকে, অন্যের কাছে হাত পেতে জীবনধারণ করাটা যে অসম্মানজনক একথা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানি সেনেটর জুলফিকর হায়দর বলেছেন, “পাকিস্তানি নাগরিকদের একাংশ এখন ভিক্ষাবৃত্তি করার জন্যে জাপানকেও বেছে নিয়েছেন”।
পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, যেসমস্ত পাকিস্তানি নাগরিক বিদেশে ভিক্ষাবৃত্তি করতে যাচ্ছেন তাঁরা মানবপাচার চক্রের শিকার। পাশাপাশি, তাঁদের একাংশ শুধু ভিক্ষাবৃত্তিই করছেন না, পকেটমারির সঙ্গেও যুক্ত। পাকিস্তানের সেনেট স্ট্যান্ডিং কমিটির তরফে আরও জানানো হয়েছে, পাকিস্তানি নাগরিকদের একাংশ দক্ষ ও অদক্ষ হিসেবে কাজ করার জন্যেও বিদেশে পাড়ি দিচ্ছেন। সূত্রের খবর, সৌদি আরবে বর্তমানে ৩০ লক্ষ পাকিস্তানি নাগরিক রয়েছেন। এছাড়া, সংযুক্ত আরব আমিরশাহীতে ১০ লক্ষাধিক পাকিস্তানি নাগরিক রয়েছে। আর কাতারে ০.২ মিলিয়ন পাকিস্তানি নাগরিক বসবাস করছেন।
আরও পড়ুন: Jio-Airtel-এর উড়বে ঘুম! এবার 5G ইন্টারনেট আনছেন আদানি? সামনে এল রিপোর্ট
উল্লেখ্য যে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত-সহ বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে বেশ কয়েক বছর ধরেই। এরপর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠল বিশ্বের নানা দেশে ভিক্ষাবৃত্তি করার। ইরাক ও সৌদি আরবের দূতাবাসের তরফে জানানো হয়েছে, সেদেশের কারাগারগুলি পাকিস্তানি বন্দিতে ভরে উঠেছে।
আরও পড়ুন: ফের দুর্ধর্ষ নজির গড়ে ভারতকে লজ্জার হাত থেকে বাঁচাল Tata Group! জানলে আপনিও করবেন প্রশংসা
সূত্রের খবর, পাকিস্তানের দারিদ্র ক্রমশ বাড়ছে। বিশ্বব্যাঙ্কের পেশ করা তথ্যানুসারে, নতুন করে ১ কোটি ২০ লক্ষের বেশি নাগরিক পাকিস্তানে দারিদ্রের কবলে পড়েছেন। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, মোট ৯ কোটি ৫০ লক্ষ পাকিস্তানি দারিদ্র কবলিত। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে পাকিস্তানে আর্থিক সংস্কার করা প্রয়োজন। গত ১ বছরে পাকিস্তানের দারিদ্র্যের হার ৩৪.২ শতাংশ খেকে বেড়ে ৩৯.৪ শতাংশে এসে পৌঁছেছে।