বাংলাহান্ট ডেস্ক : ফের বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের (Saugata Roy)। দলের কিছু লোকের খারাপ কাজের জন্য গোটা তৃণমূল (TMC) দলটাই দোষের ভাগী হচ্ছে— এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ (TMC MP)। অভিজ্ঞ এই নেতা সোমবার একটি জনসভায় প্রকাশ্যেই মেনে নিলেন যে, দল এখন অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এরই সঙ্গে তিনি বলেন, এতে দলের কোনও দোষ নাই। দলের কিছু লোক খারাপ কাজ করেছে।
একের পর এক দুর্নীতির অভিযোগে তৃণমূলের বেশ কয়েক জন নেতা এবং মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এবং অনুব্রত মণ্ডল রয়েছে সিবিআই হেফাজতে। সেই প্রসঙ্গে দলীয় কর্মীদের সৌগত বলেন, ‘দলের কিছু লোকের খারাপ কাজের জন্য দল বদনামের ভাগী হচ্ছে।’ তবে দল যে সেই ‘খারাপ কাজ’ মুখ বুজে মেনে নেয়নি সে কথাও মনে করিয়ে দেন তৃণমূল সাংসদ। সোমবার উত্তর ২৪ পরগনার পানিহাটির জনসভার মঞ্চ থেকে তিনি বলেন, ‘যাঁরা দুর্নীতি করেছে, যেমন পার্থ চট্টোপাধ্যায়, তাঁকে সরিয়ে দিয়েছে দল।’
তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরে দলের প্রভাবশালী নেতা তথা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে তৃণমূল অনেক আগেই তাদের অবস্থান স্পষ্ট করেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার ৬ দিনের মধ্যেই রীতিমতো সাংবাদিক বৈঠক করে দলের বিভিন্ন পদ থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের পাশে রয়েছে দল। এমন আশ্বাস দিয়েছেন স্বয়ং তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সৌগত বলেন, ‘দলের কিছু লোক খারাপ কাজ করেছেন। তাঁদের বিরুদ্ধে দল উপযুক্ত ব্যবস্থা নেবে, আমরা ব্যবস্থা নেব।’ এরই সঙ্গে সৌগত দাবি করেন, ‘তৃণমূল কংগ্রেসের ৯৫ শতাংশ কর্মীই সৎ এবং নিষ্ঠাবান। তাঁরা শুধুমাত্র মানুষের জন্যই কাজ করে গেছেন আজীবন।’