SBI এর নতুন নিয়ম! না মানলেই দিতে হবে জরিমানা

বাংলা হান্ট ডেস্ক: আ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না রাখতে পারলে দিতে হবে জরিমানা। ভারতীয় স্টেট ব্যাংক ফের একবার সচেতন করে দিল গ্রাহকদের। এই নতুন নিয়মের নতুন হারে জরিমানা ধার্য করা হবে ১ অক্টোবর থেকেই। গ্রাহক স্বার্থে এমনই জানাল SBI।

SBI প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী আর্বান এলাকা বা সাধারণ শহরে ন্যূনতম ₹৩ হাজার থেকে ₹৫ হাজার মাসিক ব্যালান্স রাখা বাধ্যতামূলক। যদি কোনো গ্রাহক এর ৫০% ব্যালান্স রাখতে না পারেন অ্যাকাউন্ট প্রতি ₹১০+ GST চার্জ করা হবে। ৭৫% ব্যালান্স ধরে রাখতে ব্যর্থ হলে ₹১৫+ GST জরিমানা করা হবে।

images 47

এছাড়াও সেমি-আর্বান বা আধা শহরে SBI গ্রাহকদের ন্যূনতম ₹২ হাজার এবং গ্রামে ন্যূনতম ₹১ হাজার ব্যালান্স ধরে রাখতে হবে।

এই নতুন চার্জ অনুযায়ী, গ্রাহকরা ব্যাংকে নগদ জমা করার ক্ষেত্রে মাসে তিনবার বিনামূল্যে টাকা জমার সুযোগ পাবেন। এরপর থেকে প্রতিবার টাকা জমা দেওয়ার সময় ₹৫০+GST দিতে হবে।

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর