বাংলা হান্ট ডেস্ক : অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এনআরসি আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ এমনকি চারিদিকে গুজব রটাচ্ছে কেউ কেউ৷ আর এই এনআরসির গুজবে কান দিয়ে অশান্তি ছড়াল কালিয়াচক এলাকায়৷ মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার মানুষ নিজেদের রেশন কার্ড নতুনভাবে সংশোধন করার জন্য কালিয়াচক এক নম্বর ব্লক অফিসের সামনে ভিড় জমায়৷ এরপর কালিয়াচকের এক অংশ মানুষের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে এনআরসির জেরে ডিজিটাল রেশন কার্ড না করাতে পারলে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, গুজব ছড়াতেই সকলে হুমড়ি খেয়ে পড়েন ব্লক অফিসে আর সেই সময় ঠাসা ভিড়ের মধ্যে কয়েকজন বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েন৷
প্রচণ্ড ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার উপক্রম হয়েছিল যদিও ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ এসে তাঁদের নিরাপদে উদ্ধার করে৷ সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে এনআরসির আতঙ্কে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা তাই কেউ হাতে দলিল বা পূর্ব পুরুষের পরিচয়পত্র নিয়ে ব্লক অফিসের সামনে হাজির হয়েছেন তাঁদের নাম তোলার জন্য৷ স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করে কোনও প্রয়োজন নেই বলে জানানো হলেও ব্লক অফিসের সামনে সকাল থেকেই হুড়মুড়ি লাগিয়ে দেয় বিরাট জনতা৷ যদিও শান্তি শৃঙ্খলা বজায় রেখে আবেদনপত্র গ্রহণ এবং জমা দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তাতে থোড়াই কেয়ার করে এবং আতঙ্কের জেরে দিশাহীন হয়ে সবাই ছুটোছুটি করতে থাকে৷
প্রশাসন সূত্রের খবর, কালিয়াচকে বেশ কিছুদিন ধরে ডিজিটাল রেশন তৈরির কার্ড এবং সংশোধন করা হচ্ছে আর সে জন্যই প্রতিদিন শয়ে মানুষ সেখানে হাজির হচ্ছে৷ 27 সেপ্টেম্বর অবধি এই কাজ চলবে৷ তাই সীমিত সময়ের আগেই নিজেদের কাজ বুঝে নিতে মরিয়া সকলেই৷ তাই ঠেলাঠেলি ও অস্বাস্থ্যকর পরিবেশে মধ্যে পড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন যদিও বিরাট পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছিলও৷ তাঁদের তত্পরতায় রক্ষা পেয়েছেন সকলেই৷