মেট্রোর জন্যে অন্য জায়গা খুঁজতে হবে, বনাঞ্চল বাঁচান, অমিতাভকে পালটা সওয়াল রিচার

বাংলা হান্ট ডেস্ক: বনাঞ্চলকে রক্ষা করুন। মেট্রোর সম্প্রসারণের কাজের জন্য মুম্বই মেট্রো রেল কতৃপক্ষকে অন্য কোনো জায়গা খুঁজতে হবে। তার জন্য অ্যারে বনাঞ্চল থেকে নির্বিচারে বৃক্ষ নিধন করার কোনও প্রয়োজন নেই। শীতের সময় দিল্লি কীভাবে গ্যাস চেম্বারে পরিণত হয়ে যায় প্রত্যেক বছর, তা তিনি প্রতক্ষ্য করেন। তাই দিল্লির মতো মুম্বইয়ের একই দশা হোক, এটা কখনও তিনি চান না বলে এবার প্রকাশ্যে জানান বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা।

সম্প্রতি মুম্বই মেট্রোর সম্প্রসারণে সওয়াল করে একটি ট্যুইট করেন অমিতাভ বচ্চন। পাশাপাশি এও বলেন, দূষণ প্রতিরোধ করতে নিজের বাগানে আরও বেশি করে গাছ লাগান। অমিতাভ বচ্চনের ওই ট্যুইটের পরই জোর সমালোচনা শুরু হয়ে যায়। নিজের বাগানে গাছে লাগিয়ে কখনও বনাঞ্চল তৈরি করা যায় না বলে জোর কটাক্ষ করা হয় বিগ বি-কে। এরপরই তাঁর বাংলো জলসার সামনে বিক্ষোভ শুরু করেন অ্যারে বাঁচাও কমিটির সদস্যরা। যদিও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি বিগ বি। সেই টুইটেরই রিপ্লাই দেন রিচা চাড্ডা। লেখেন, মেট্রোর কাজের জন্য অন্য আরও কোনও জায়গা পাওয়া যাবে। তাই অ্যারে বনাঞ্চল কেটে মেট্রোর পথ তৈরি করার কোনও প্রয়োজন নেই। বনাঞ্চল রক্ষা করতে হবে সকলকেই।

https://twitter.com/RichaChadha/status/1174559723682578432?s=19

তবে অমিতাভ বচ্চনের ওই ট্যুইটের পর এবার ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে রিচা চাড্ডার অ্যারে বনাঞ্চল বাঁচাও-এর একটি ট্যুইট। টুইট টি ট্রেন্ড হতে থাকে খুব দ্রুতই। যা দেখে বলিউড অভিনেত্রীর প্রশংসা শুরু করেছেন নেটিজেনরা।

সম্পর্কিত খবর