বাংলা হান্ট ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে সেদেশের প্রবাসী ভারতীয়দের মাঝে উপস্থিত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাউস্টনে অনুষ্ঠিত হতে চলা সেই অনুষ্ঠানের নাম ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন আর তা হল হাউডি মোদী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে একবার চোখের দেখা দেখচে হাউসফুল হয় গেছে। টেক্সাসের রাস্তা ছেয়েছে পোস্টার ও ব্যানারে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকারে এবার হাজির হবেন প্রবাসী ভারতীয়দের হাজার হাজার জনগন। এবার প্রবাসী ভারতীয়দের জন্য কি সুবিধা দিতে চান নমো তা শোনার অপেক্ষায় তাঁরা। তবে এবার সেই মোদী শোয়ের আক্রষণ আরও দ্বিগুণ বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জানা গিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে নমো শোয়ের মঞ্চে একই সঙ্গে উপস্থিত থাকবেন ট্রাম্প। একই মঞ্চে পাশাপাশি বসবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। আজ অর্থাত্ রবিবার আর কিছুক্ষণের মধ্যেই সেই দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে প্রবাসী ভারতীয়দের। হাউস্টনে মোদী ও ট্রাম্প একই মঞ্চে উপস্থিত থেকে কাশ্মীর ইস্যু নিয়েও এক গুরুত্বপূর্ণ আলচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়রা এই নিয়ে মোদী জমানায় তৃতীয়বার এই মেগা শেয়র আয়োজন করছে। আর মোদী দ্বিতীয় জমানায় এই প্রথমবার। তাই উত্তজনেরা পারদ চড়ছে প্রবাসী ভারতীয়দের মধ্যে। ইতিমধ্যে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান ভারতকে কোনঠাসা করতে চাইছে। তারই মধ্যে এই সভা বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। শুধু কাশ্মীর ইস্যু নিয়েই নয় দুদেশের বানিজ্যকি সম্পর্ক এক নতুন সমীকরন তৈরি হতে পারে বলে মনেকরা হচ্ছে। উল্লেখ্য, টেক্সাসের নমো শোয়ে ইতিমধ্যেই পঞ্চাশ হাজার জনগন টিকিট কিনে ফেলেছেন। তাই রবিবার নমো শোয়ে কি হতে চলেছে তার দিকেই তাকিয়ে বিশ্ববাসী।