বৃদ্ধাশ্রমে সময় কাটালেন অনুপম হাজরা,আনন্দে মাতোয়ারা বৃদ্ধারা

Last Updated:

বাংলাhunt ডেস্কঃ দক্ষিণ কলকাতার একটি বৃদ্ধাশ্রম পরিদর্শন করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। রবিবার তিনি দক্ষিণ কলকাতার বাশদ্রোনীতে অবস্থিত “নবনীড়” বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন। সেখানে গিয়ে বেশ কিছু সময় তাদের সাথে পার করেন। আজ ( ২৯ সেপ্টেম্বর) অনুপমবাবু ফেসবুকে বৃদ্ধাশ্রমে কাটানো মুহূর্তের কিছু ছবি পোস্টোও করেন।

ছবিঃ বৃদ্ধাদের সঙ্গে অনুপম হাজরা।

বাংলাhunt কে অনুপমবাবু বলেন, “আমি খুব সাধারণ একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি। যেখানে প্রায় ৬০-৭০ জন বৃদ্ধামা থাকেন। এর মধ্যে কয়েকজনের বয়স অনেক বেশি। এদের দেখলে মনটা ভারি হয়ে ওঠে। তাদের সঙ্গে কিছু সময় আনন্দে কাটালাম।”

অনুপমবাবু আরোও বলেন,“বৃদ্ধাদের নিয়ে আশ্রমের পুরো এলাকা ঘুরে বেড়িয়েছি। আমাকে পেয়ে তারাও আনন্দে মেতে ওঠেন। আগামী দিনে আমি এই বৃদ্ধাশ্রমের অকেজো হয়ে পড়ে থাকা লিফট সংস্কার এবং সদস্যদের প্রয়োজনীয় ওষুধপত্রের দায়িত্ব নিলাম। এবং আজ সবাইকে পূজোর শাড়ি, জামা দিয়েছি।”

X