IPS রাজীব কুমার আইনের চোখে পলাতক, অন্যদিকে IAS রাম সিং সমাজের চোখে হিরো

 

বাংলা হান্ট ডেস্ক : যুবরাজ সিংহ হারবাজান সিং এর নাম আপনার নেট দুনিয়ায় বারংবার শুনেছেন। বিশ্ববিখ্যাত ক্রিকেটার নয় কিন্তু এমন একজন সিংয়ের কথা বলব রামসিং। একজন আইএএস অফিসার। সম্প্রতি তার একটি ছবি ফেসবুক দুনিয়ায় এবং নেটদুনিয়ায় প্রায় ভাইরাল হয়ে গিয়েছে। তিনি নিজের সরকারি জানের ব্যবহার করেন না। জানা গিয়েছে এই আইএএস অফিসার নিজের প্রয়োজনীয় বাজার করার জন্য কখনোই নিজের সরকারি যানের সাহায্য নেন না। এই আইএএস অফিসারের একটি ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। পোস্টে লিখেছিলেন, “২১ কেজি সাপ্তাহিক সবজির কেনাকাটা। কোনও প্লাস্টিক নেই, কোনও যানবাহনের দূষণও নেই। ফিট ভারত, ফিট মেঘালয়, ক্লিন অ্যান্ড গ্রিন তুরা, পোশান, ১০ কিলোমিটার মর্নিং ওয়াক…।” তিনি এভাবেই বিগত ছয় মাস ধরে বাজার করে আসছেন বলে জানা গিয়েছে।

জেলাশাসক রাম সিং আরও জানিয়েছেন, “আমি মনে করি আধুনিক কঠিন পরিস্থিতিগুলির মোকাবিলা করার জন্য সনাতন পদ্ধতিই অবলম্বন করা উচিত। আজ কালকার বেশিরভাগ যুবকরাই ফিট নয়। আমার মনে হয়, সুস্থ থাকতে তাঁদের ডায়েট নিয়ন্ত্রণে নজর দেওয়া উচিত, হাঁটাচলা শুরু করা উচিত।”
অপরদিকে পশ্চিমবঙ্গে চলছে এক ভিন্ন চিত্র। রাজীব কুমার কে কেন্দ্র করে চলছে কানামাছি ভোঁ ভোঁ খেলা। প্রশাসনের শীর্ষ কর্তাই যখন এড়িয়ে চলেছেন অনবরত আইনের মুখোমুখি হতে। ভয় পাচ্ছেন, তখন সাধারন মানুষ তো দূর কে বাস্তে।

IMG 20190930 WA0038
এক দিকে যেমন আইনি লড়াই চলছে রাজীব কুমার এবং সিবিআইয়ের মধ্যে। তেমনই রাজীবের খোঁজে তল্লাশিও চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইতিমধ্যেই ২৫ সেপ্টেম্বর রাজীবের ছুটির মেয়ার শেষ হয়েছে বলে সিবিআইয়ের কাছে তেমনই তথ্য রয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার অর্থাৎ ২৬ সেপ্টেম্বর কাজে যোগ দেওয়ার কথা থাকলেও, রাজীব নিজের অফিসে (ভবানী ভবনে) যাননি। তিনি এখনও সিবিআইয়ের চোখে ‘পালাতক’।

সম্পর্কিত খবর