বাংলা হান্ট ডেস্ক: দেবীপক্ষের শুরু হয়েছে ইতিমধ্যেই৷ আজ তৃতীয়া। সকলের শরীরেই উৎসবের ছোঁয়া, পশ্চিমবাংলা বাসীর প্রাণের উৎসব দুর্গাপূজা। কিন্তু বেশ কয়েকদিন ধরেই সংশয়ে ভুগছিলেন সকলে। বেশ কয়েকদিন ধরে প্রকৃতির তান্ডব মূর্তি দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল বাঙালির। নাছোড়বান্দা বৃষ্টি যেন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। সকলের মাথায় একই চিন্তা, এ বৃষ্টি কি আদৌ থামবে? নাকি সারা পুজো ধরে নিজের তান্ডব নৃত্য চালাবে? সকলের মুখে একই প্রশ্ন, সকলেই ভাবছেন তাদের সারা বছর ধরে অপেক্ষা করে থাকা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তাহলে এবার বৃষ্টিলীলাতেই কাটবে!। এরকম একটা মন ভার করে দেওয়া সময় আবহাওয়ার পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস। যার ফলে খানিকটা স্বস্তি পেয়েছেন সকলে মুখে ফুটেছে মিষ্টি আনন্দের হাসি।
সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়ে জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার খানিকটা উন্নতি হবে দক্ষিণবঙ্গে। কিন্তু কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। সবসময়ই আংশিক মেঘলা করে থাকবে আকাশ। বাতাসে সর্বক্ষণ জলীয়বাষ্প থাকায় খুব স্বাভাবিকভাবেই আদ্রতা জনিত অস্বস্তিতে ভুগবেন সকলে।
অন্যদিকে আবার উত্তরবঙ্গের জন্য খুব একটা ভালো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। মঙ্গলবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি বেশ ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
প্রসঙ্গত, একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে পাঞ্জাব থেকে অসম পর্যন্ত। এখন তা দক্ষিণ থেকে সরে উত্তরে গিয়ে পৌঁছেছে। এর জেরেই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টিপাত।