বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার ভারত সফরে আসছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ভারত সফরে এসে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিনার বৈঠক হওয়ার কথা৷ সেই বৈঠকেই যোগাযোগ সংস্কৃতি বিদেশি বিনিয়োগ নিয়ে মোট পনেরোটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিনার সাক্ষাত হয় এবং সেখানেই শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদী৷ তাই মোদীর আমন্ত্রণ পেয়ে বৃহস্পতিবার নয়াদিল্লি সফরে আসছেন শেখ হাসিনা৷
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে আসার কয়েক ঘণ্টা আগে বুধবার বিকেলে গণভবনে ফোন আসে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের৷ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় বলেও খবর৷ কিন্তু হঠাত্ কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে ইমরান তাঁকে ফোন করলেন? যদিও বাংলাদেশে প্রেস সচিব জানিয়েছেন বিষয়টি নেহাতই কুশল বিনিময়৷ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার খবর নিতেই নাকি ইমরান খান তাঁকে ফোন করেছিলেন৷ যেহেতু সম্প্রতি শেখ হাসিনা লন্ডন থেকে চোখের অস্ত্রোপচার করে ফিরেছেন তাই ইমরান খান তাঁর চোখের পরিস্থিতিও জানেন৷ ইমরান খানের ফোন করে খবর নেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা৷
তবে শুধুই কি কুশল বিনিময়? নাকি অন্য কিছু? আসলে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের বিরোধিতা করতে যে ভাবে পাক প্রধানমন্ত্রী ইমরান খান উঠে পড়ে লেগেছেন তাতে শেখ হাসিনার ভারত সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে ইমরানের ফোন করার পিছনে অন্য কারণ দেখছেন নয়াদিল্লি৷ আসলে সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যেভাবে কাশ্মীর ইস্যুকে তুলে পথ প্রধানমন্ত্রী ইমরান খান সোজা সাপটা হুঁশিয়ারি দিয়েছেন তাতে কূটনৈতিক বিশেষজ্ঞরা কাশ্মীর নিয়ে হাসিনাকে চাপ সৃষ্টি করতেই ফোন করেছিলেন বলে সন্দেহ প্রকাশ করেছেন৷