অব আয়া উট পাহাড়কে নীচে! অবশেষে আজ দেখা পাওয়া গেল রাজীব কুমারের

 

বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরেই প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে নাস্তানাবুদ হতে হয়েছে সিবিআইকে। বারবার সিবিআই হানা দিয়ে প রাজীব কুমারকে হুঁশিয়ারি দিয়েও কোনও খোঁজ পাওয়া যায়নি প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। অন্যান্য রাজনৈতিক দলের একের পর এক হেভিওয়েট নেতা নেত্রীর কথায় উঠে এসেছে রাজীব কুমার প্রসঙ্গ তবুও কিছুতেই খোঁজ মেলেনি রাজীব বাবুর।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর রাজীব কুমারের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। সারদা রিয়ালিটি মামলায় আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমার। আইনি যুদ্ধে সাময়িক স্বস্তি পেতেই প্রকাশ্যে এলেন রাজীব কুমার।

rajeev kumar 2

অবশেষে দীর্ঘ দিন অন্তরালে থাকার পর আজ প্রকাশ্যে এলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। আগাম জামিনের প্রক্রিয়া সম্পন্ন করতেই দুর্গা পঞ্চমীর সকালে আলিপুর আদালতে এলেন রাজীব কুমার। দীর্ঘদিন ধরে বিচারপর্ব চলার পরে গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। আগাম জামিন থাকার কারণে আপাতত গ্রেফতারের সম্ভাবনা নেই রাজীব কুমারের।

জানা গিয়েছে, আজ সেই আইনি প্রক্রিয়া নিয়েই কিছু কাজ করতে আজ আইনজীবীদের নিয়ে আদালতে হাজির হয়েছেন রাজীব কুমার।

অন্যদিকে, রাজীব কুমার কে আগাম জামিন দেওয়ায় কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন সিবিআই। সম্ভবত আজই সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করা হবে।


সম্পর্কিত খবর