বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতি বজায় রাখার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে শস্ত্র পূজা করবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দশমীর দিনে প্যারিসেই থাকবেন, কারণ তিনি আগামী ৮ অক্টোবর দেশের প্রথম রাফাল (Rafale) বিমান আনতে ফ্রান্সে যাচ্ছেন। আর সেই জন্যই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্যারিসেই দশমী পালন করবেন আর সেখানে শস্ত্র পূজন হবে।
Defence Minister Rajnath Singh to perform ‘Shastra Pooja’ (worship of weapons) in Paris on #Dussehra. He is going to France to receive the #Rafale aircraft, on October 8. (file pics) pic.twitter.com/bKRGQL0ldI
— ANI (@ANI) October 6, 2019
শস্ত্র পূজন হিন্দুদের অনেক পুরনো সংস্কৃতি, এই শস্ত্র পূজনের মাধ্যমে যোদ্ধারা নিজের হাতিয়ার আর শস্ত্র পূজা করেন। রাজনাথ সিং এর ঘনিষ্ঠ প্রতিরক্ষা আধিকারিক জানান, ‘ রাজনাথ সিং যখন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, তখন তিনি শস্ত্র পূজা করতেন। এবার প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার সুবাদে নিজের এই পরম্পরা জারি রাখবেন।”
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং খুব শীঘ্রই প্যারিসে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন (Emmanuel Macron) এর সাথে সাক্ষাৎ করবেন, আর তারপর তিনি দেশের প্রথম রাফাল বিমান আনতে যাবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর হাতে ভারতের জন্য বানানো প্রথম রাফাল বিমান তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাট এর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি দশমীর অবসরে প্রাচীন আর আধুনিক হাতিয়ারের শস্ত্র পূজন করতেন।