পুনে টেস্টে প্রথম থেকেই দাপট দেখিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এর সেঞ্চুরি এবং ভারত অধিনায়ক বিরাট কোহলির ডাবল সেঞ্চুরির উপর নির্ভর করে 600 রানের গন্ডি পার করেছে ভারতীয় দল। আর এই এত বিশাল রানের চাপ সামলে ওঠার আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। নিচের দিকের ব্যাটসম্যানরা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ভারতীয় বোলিং এর কাছে খুব বেশি ক্ষণ লড়াই চালিয়ে যেতে সক্ষম হয়নি তারা।
এর ফলে 275 রানেই শেষ হয়ে যায় সাউথ আফ্রিকার প্রথম ইনিংস এবং 326 রানে পিছিয়ে থাকার কারণে সাউথ আফ্রিকার দলকে ফলোঅন করায় ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ফলোঅন পেয়ে ব্যাটিং করতে নেমে ফের ভারতীয় বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। শুরুতেই মাত্র শূন্য রানে দক্ষিণ আফ্রিকার ওপেনার মার্করম কে সাজঘরে ফেরায় ইশান্ত শর্মা।
পরে উমেশ যাদব একটি এবং আশ্বিন দুটি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার টপঅর্ডার ধ্বংস করে দেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস মাত্র 5 রান করে অশ্বিনের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যায়।
এই মুহূর্তে লাঞ্চ ব্রেকের পর মাঠে নেমেই দক্ষিণ আফ্রিকা অপর একজন ইনফর্ম ব্যাটসম্যান ডি কক মাত্র 6 রান করে সাজঘরে ফিরে যান জাদেজার বলে আউট হয়ে। এর ফলে এই মুহূর্তে 85 রানে 5 উইকেট হারিয়ে আরো চাপে পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ খুব বেশি কিছু অঘটন না ঘটলে এই ম্যাচটি ভারত ইনিংসে জিততে চলেছে।