দিওয়ালির আগেই আলোয় সাজিয়ে তুললেন নিজের বাড়ি শ্রাবন্তী

বাংলা হান্ট ডেস্ক: দীপাবলির প্রস্তুতি শুরু করে দিলেন শ্রাবন্তী। আলোর উতসবের আগে তাই নতুন করে বাড়ি সাজাতে শুরু করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দীপাবলির আগে বাড়ি আলোয় সাজিয়ে সেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী।

 

আলোর উতসবের আগে বাড়ি সাজিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলেই সেই ছবি যখন শ্রাবন্তী চট্টাপাধ্যায় শেয়ার করেন, তাঁর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। প্রিয় অভিনেত্রীর বাড়ির ছবি দেখে তা প্রশংসায় ভরিয়ে দেন তাঁর ভক্তরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল জুড়ে তাঁর ভক্তরা একের পর এক প্রশংসা শুরু করে দেন।

https://www.instagram.com/p/B37MZ2QhFgc/?utm_source=ig_web_copy_link

সম্প্রতি করবা চৌথের ছবি শেয়ার করেন টলিউড অভিনেত্রী। বিয়ের পর প্রথম করবা চৌথ। তাই লাল শাড়িতে সেজে স্বামী রোশনের সঙ্গে ব্রত পালন করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ছবিও শেয়ার করার পর তা সোশ্য়াল সাইটে ছড়িয়ে পড়ে হু হু করে।

সম্পর্কিত খবর