বাংলা হান্ট ডেস্ক : বাঙালির বারো মাসে তেরো পার্বণ৷ শরত্কাল মানেই উত্সবের সময় আর উত্সব মানেই বাঙালির এক এক পার্বণ, কয়েক দিন আগেই দুর্গা পুজো শেষ হয়েছে৷ তাই দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের টানা 14 দিন ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ এবার দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই কালীপূজা৷ তাই কালীপুজো ও ছট পুজো উপলক্ষে টানা দশ দিনের ছুটি ঘোষণা করা হল নবান্নের তরফে৷
যেহেতু 27 অক্টোবর অর্থাত্ রবিবার পুজোও তাই শনিবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল এবং অফিসগুলিতে ছুটি পড়ে গেছে৷ সোমবার অতিরিক্ত ছুটি দেওয়া হবে, তার পরে মঙ্গলবার ও বুধবার ভাইফোঁটার জন্য ছুটি৷ 31 অক্টোবর তারিখে স্কুল এবং সরকারি কার্যালয় খুললেও৷ যেহেতু শনিবার ছট পুজো তাই শনিবার থেকেই টানা তিন দিন ছুটি পাবেন কর্মচারীরা৷ তার পর বুধ ও বৃহস্পতিবার যদি কেউ চান তাহলে ছুটি নিতেই পারেন৷ স্বভাবতই খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মচারী মহলে৷
যদিও রাজ্য সরকারের এই ছুটি ঘোষণাকে অনেকেই মেনে নেয়নি৷ বিশেষ করে বিরোধী কর্মচারী সংগঠনগুলি টানা ছুটি কে ভাল চোখে দেখছে না৷ এক দিকে বেতন সংক্রান্ত সমস্যা অন্যদিকে বেতন কমিশন ও মহার্ঘ ভাতা দুই মিলিয়ে কার্যত অসন্তোষ সৃষ্টি হয়েছে রাজ্য সরকার চাইলে তার উপরে লাগাতার হারের ছুটি বাড়িয়ে সরকারি কর্মচারীদের এক দিক থেকে সন্তুষ্ট করতে চাইলেও তা নিয়ে ইতিমধ্যে অভিযোগ উঠতে শুরু করেছে৷