বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে এই দাবি দীর্ঘদিনের৷ যদিও রাজ্য সরকারের তরফ থেকে এই দাবি নিয়ে সেভাবে আলোচনা হয়নি তবে অবশেষে স্যাট এক দিকে কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে ঠিক তেমনই বকেয়া থাকা মহার্ঘ ভাতা এক বছরের মধ্যে দেওয়ার নির্দেশ দেয়, একই সঙ্গে রাজ্য সরকার কী ভাবে বকেয়া মহার্ঘ ভাতা দেবে তার তিন মাসের মধ্যে জানানোর নির্দেশ দেয় স্যাট৷
কিন্তু স্যাটের রায় ঘোষণার তিন মাস পরেও নিজের অবস্থানে কার্যত অনড় রাজ্য সরকার তাই অবশেষে বাধ্য হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন সরকারি কর্মীরা৷ 26 অক্টোবর তারিখে স্যাটের দেওয়া নির্দেশ অনুযায়ী তিন মাস অতিক্রান্ত হয়েছে কিন্তু এ বিষয়ে রাজ্য সরকার টু শব্দটিও করেননি৷ তাই তো অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মচারীরা তবে রাজ্য সরকারের তরফ থেকেও আদালতে রিভিউ পিটিশন দায়ের হয়েছে৷
এমনিতেই বেতন কমিশন চালু হওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের শ্রমিক সভায় আগামী বছরের শুরু থেকে কর্মচারীরা নতুন হারে বেতন পাওয়ার কথা ঘোষণা করেছেন কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে কোনও রা কাড়েননি আর তাতেই কার্যত ক্ষিপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা৷