পুলিশের জালে বিজেপি নেতা আনিসুর রহমান

 

পশ্চিম মেদিনীপুর:- পুলিশের জালে বিজেপি নেতা আনিসুর রহমান। দীর্ঘ দিন গা-ঢাকা দিয়ে ও রক্ষা হল না পাঁশকুড়া বিজেপি নেতা আনিসুর রহমানের। দুর্গাপূজার নবমীর রাতে পাঁশকুড়া নিজের পার্টি অফিসে খুন হন। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শা। মৃতের স্ত্রী তথা মাইসোর অঞ্চলের প্রধান সাবিনা খাতুন প্রথম থেকেই অভিযোগ করে যে আমার স্বামীকে পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমান খুন করেছে। এই মর্মে কুর বানের ভাগ পাঁশকুড়া থানায় আনিসুর সহ চার জনের নামে এফ আই আর করে।

কুরবানীর মৃতদেহ আনার সময় পরিবহন ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন আনিসুরের গতিবিধি ইতিমধ্যে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ বন্দি করেছে। কখন মেচ্র গ্রামের ছিল কখন কোলাঘাট ব্রিজ ক্রস করে সব পুলিশের কাছে রেকর্ড রয়েছে বলে জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী। কুরবান খুন হবার পর থেকেই বিজেপি নেতা আনিসুরের ফেরার ছিল। ইতিমধ্যে পুলিশ কুরবান খুনের শুটার সহ ৬ জনকে গ্রেফতার করেছে। বিজেপি নেতা আনিসুর রহমান দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই বার্তা দেন। কিন্তু প্রকাশ্যে আসেননি আনিসুর রহমান। আজ সকালে গোপন সূত্রে খবর আছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা বাস স্ট্যান্ড লাগোয়া কোন এক জায়গায় থেকে বিজেপি নেতা আনিসুর রহমান থাকার খবর জানতে পারে পুলিশ।

IMG 20191104 WA0033

 

এরপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিজেপি নেতা আনিসুর রহমানকে গ্রেপ্তার করেন। যদিও আনিসুর রহমান গত কালের ভিডিও বার্তায় বলেন আমি নির্দোষ। রাজনৈতিক ষড়যন্ত্রের জালে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কুরবান খুনের সিবিআই তদন্ত চাই। সোমবার আনিসুর আর মোবারককে মুখ ঢেকে হাজির করা হয় তমলুক আদালত চত্বরে। নিয়ে যাওয়া হয় বিচারকের এজলাসে। দুজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সাধারন ভাবে দাগি আসামিদের কিভাবে পেশ করা হয়ে থাকে কারণ পুলিশের বক্তব্য অনেক সময় দাগী আসামীর চোখ মুখ গোপন বার্তা পাঠিয়ে দেয় আদালতে ভিড়ের মধ্যে মিশে থাকা অন্য সঙ্গিদের। এ ক্ষেত্রে আনিসুর কি বার্তা পাঠাতে পারত কে জানে!

সম্পর্কিত খবর