বাংলা হান্ট ডেস্ক : যেভাবে দেশে একের পর এক গণধর্ষণের ঘটনা বাড়ছে তাতে চিন্তায় দেশবাসী। বিশেষ করে মেয়েদের নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশ প্রশাসন থেকে প্রশাসনকে। ধর্ষণের মতো নারকীয় ঘটনার মূল উপরানো কোনো ভাবেই সম্ভব নয়। একের এক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে দেশে, তাই নিজেদের নিরাপত্তার দাবিতেই ইমতিমধ্যেই সরব হয়েছে দেশের বিভিন্ন স্তরের মহিলার। বিশেষ করে হায়দরাবাদের পশু চিকিত্সক ধর্ষণ ও খুনের ঘটনার পর নিরাপত্তার দাবিতে সরব মহিলারা।
তাই এবার শহর কলকাতার বুকে মহিলাদের নিরাপত্তার জন্য চারটি হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ।
যাতে রাত বিরাতে বা রাস্তাঘাটে হঠাত্ই কোনো সমস্যায় পড়লে মহিলারা নির্দ্বিধায় ফোন করে পুলিশের সাহায্য় নিতে পারে। আর সেই চারটি ফোন নম্বর হল ১০০, ১০৯০, ১০৯১ বা ১১২ ।
তাই ইতিমধ্যেই কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার তরফ থেকে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে ততক্ষনাত্ পুলিশকে জানানোর জন্য বার্তা দেওয়া হয়েছে। ফেসবুকের পাশাপাশি সংবাদমাধ্যমের সামনে এই নম্বর গুলো উল্লেখ করে মহিলা নিরাপত্তায় পুলিশের তর্কতার কথা জানান অনুজ শর্মা।
উল্লেখ্য, মাঝে মাঝে শহর কলকাতাতেও যৌন হেনস্থার খবর শোনা যায়। রাতের শহরে বাড়ি ফিরতে গেলে প্রাযই হেনস্থার মুখোমুখি হতে হয় মহিলাদের। আর তাই মহিলাদের সুন্শ্চিত নিরাপত্তা দিতে কোমর বেঁধে মাঠে নামছে কলকাতা পুলিশ প্রশাসন। একইসঙ্গে এদিন সিপি কোনো মহিলা যদি হেনস্থার শিকার হয়ে থানায় অভিযোগ জানাতে আসেন তাহলে তাঁকে কোনোভাবেই ফেরানো যাবেনা বলেই নির্দেশ দেন।