শ্বেতার চুম্বন, শয্যাদৃশ্য দেখে কী বললেন মেয়ে পলক, খোলসা করলেন শ্বেতা নিজেই

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শ্বেতা তিওয়ারি অভিনীত ‘হাম তুম অ্যান্ড দেম’ ওয়েব সিরিজের ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলারেই বাজিমাত করেছেন শ্বেতা। একাধিক চুম্বন ও শয্যাদৃশ্যে বেশ সাবলীল ভাবে অভিনয় করেছেন তিনি। তবে তাঁর মেয়ে পলক মাকে এই নতুন বোল্ড অবতারে দেখে কী বললেন? কেমন হল তাঁর প্রতিক্রিয়া? নিজেই জানালেন শ্বেতা।

Shweta Tiwari as Guneet in Mere Dad Ki Dulhan 3

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন,  “প্রথমে আমি বেশ ভয় পেয়েছিলাম। প্রোমোটা দেখে বুঝতে পারছিলাম না কিছু। ট্রেলরটা দেখেই মনে হচ্ছিল এটা দেখে পরিবার ও আশেপাশের লোকজনরা কী ভাববেন। তাই আমি প্রথমেই আমার মেয়ে পলককে পাঠাই ট্রেলরটা। ওকে বলি এটা দেখে মনে কোনও দ্বিধা না রেখে বলবে কেমন লাগল। ও বলে, খুব ভাল হয়েছে মা। তারপরেই আমি ওয়েব সিরিজটির নির্মাতাদের সঙ্গে কথা বলি। এই দৃশ্যগুলির জন্য ওদের সঙ্গে এত ঝগড়া করার জন্য ক্ষমা চেয়ে নিই।”

টেলি দুনিয়ার বাইরে এই প্রথম বার পা রাখলেন শ্বেতা। ডিজিটালে এটাই প্রথম কাজ তাঁর। এতদিন টেলিভিশন ধারাবাহিকে একচ্ছত্র রাজত্ব করেছেন তিনি। বালাজি প্রোডাকশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগু কি’-এর পরিচিত মুখ শ্বেতা।

তবে প্রথম ওয়েব সিরিজেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন শ্বেতা তিওয়ারি। টেলি দুনিয়ার শ্বেতার সঙ্গে এই শ্বেতার আকাশ পাতাল পার্থক্য। অক্ষয় ওবেরয়ের সঙ্গে চুম্বন ও শয্যাদৃশ্যগুলিতে একপ্রকার আগুন ধরিয়েছেন তিনি। দুই প্রাপ্ত বয়স্ক মানুষের বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁদের মধ্যে প্রেম ও সেই নিয়ে পরিবার ও বন্ধু বান্ধবদের প্রতিক্রিয়া সব নিয়েই তৈরি এই ওয়েবসিরিজ। ‘হাম তুম অ্যান্ড দেম’-এর পরিচালনা করেছেন একতা কাপুর।

Niranjana Nag

সম্পর্কিত খবর