১৫ বছর আগের স্মৃতি যাতে ফিরে না আসে তাই আজকের ম্যাচ জিততেই হবে ভারতকে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের চেন্নাইয়ে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। তাই আজ বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচ যদি ভারত হেরে যায় তাহলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারতে হবে ভারতকে। যেটা কোনো ভাবেই চাই না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাই এই ম্যাচ যে কোন প্রকারে জিতে সিরিজে সমতা ফেরাতে বদ্ধপরিকর ভারত অধিনায়ক বিরাট কোহলি।

এই বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারতে হয়েছিল ভারতকে। তাই সেই একই ঘটনা আর ঘটাতে চান না ভারত অধিনায়ক বিরাট কোহলি। যে কোন প্রকারে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই এখন মূল বিরাট কোহলির কাছে।

9976672b28683b82e7eb0cbff3fbc456a602402

যদি ভারত এই ম্যাচ হেরে যায় তাহলে 15 বছর আগের পুরনো স্মৃতি ফিরে আসবে। ঠিক পনেরো বছর আগে ঘরের মাঠে পরপর দুটো ওয়ানডে ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। তারপর থেকে আর কখনো এমন ঘটনার পুনরাবৃত্তি হয় নি। তাই এই ম্যাচ জিতে সেই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে নজর রাখতে চাইছে ভারতীয় দল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর