বাংলা হান্ট ডেস্ক : গ্রাহকের কাছ থেকে ক্যারিব্যাগের জন্য কোনও রকম টাকা নেওয়া যাবে না অথচ খাবারের ক্যারিব্যাগের জন্য গ্রাহকের কাছ থেকে বাড়তি14 টাকা নিলেও ডমিনোজ পিত্জা কোম্পানি আর তাতেই জরিমানা দিতে হল 10 লক্ষ টাকা। একই সঙ্গে হেনস্থার জন্য আরও পনেরশ টাকা দিতে হয়েছে ওই কোম্পানিকে। ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে, সেখানে গ্রাহকরা ডমিনোজ পিত্জা কোম্পানি থেকে কিছু জিনিসপত্র কিনেছিলেন আর তাই তাদের দুজনের থেকে 14 টাকা করে বেশি নেওয়া হয়েছে শুধুমাত্র ক্যারি ব্যাগের দাম বাবদ।
যদিও প্রথমে ওই দুই গ্রাহক কোনও মতেই টাকা দিতে রাজি হননি কিন্তু ক্যারি ব্যাগের দাম দিতেই হবে এমনটাই জানানো হয় ওই দোকান থেকে, পরে ওই দুই ব্যক্তি অভিযোগ জানানোর পর কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের তরফ থেকে বিপুল অঙ্কের টাকা ক্ষতিপূরণ করা হয় ওই পিত্জা কোম্পানি যুবি লিজেন্ড ফুড ওয়ার্কস লিমিটেডকে।
যদিও সাজা খারিজ করার জন্য আবেদনও জানিয়েছিল জুলিয়ান্ট ফুড ওয়ার্কস লিমিটেড। উল্টে কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের তরফে চণ্ডীগড়ের পুওর পেশেন্ট ওয়েলফেয়ার ফান্ডে 9 লক্ষ আশি হাজার এবং হেনস্থার জন্য 1500 টাকা জমা করার নির্দেশ দেওয়া হয়। যদিও এই কাণ্ড ডোমিনজ প্রথম বার নয়
এর আগেও, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডমিনোজ প্রায় পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছিল এই কাণ্ডের জন্য কিন্তু তাতেও উচিত শিক্ষা হয়নি। অন্যদিকে চণ্ডীগড়ের বিগ বাজার থেকে শুরু করে বাটা কোম্পানি ক্যারি ব্যাগের দাম যাওয়ার জন্য ক্ষতিপূরণ দিয়েছিল। আসলে দেশ জুড়ে প্লাস্টিকের ক্যারিব্যাগ নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তার বদলে দোকান থেকে দেওয়া হচ্ছে ছোট ছোট কিংবা বড় কাপড়ের ব্যাগ। যা দাম দিয়ে কিনতে হচ্ছে সংস্থাগুলিকে আর তার জন্যই কোপ পড়ছে গ্রাহকদের।