এবার আইপিএলে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার প্যাট কমিন্সকে 15 কোটি 75 লক্ষ টাকা দিয়ে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর সাথে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান কেউ নিজেদের দলে নিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার। এর ফলে সকলেই মনে করছিলেন এবার আইপিএলে সবথেকে শক্তিশালী দল গঠন করল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কলকাতা দলে যে বেশ কিছু দুর্বলতা রয়েছে সেটা বলে দিলেন প্রাপ্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।
কলকাতা নাইট রাইডার্স এর আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর বললেন যে এবার কলকাতা যথেষ্ট শক্তিশালী দল গঠন করেছে। কিন্তু আরো বেশ কয়েকজন অলরাউন্ডার নিজেদের দলে নেওয়া উচিত ছিল। কলকাতা নাইট রাইডার্স বড্ড বেশি রাসেল নির্ভর হয়ে পড়ছে সেটা দূর করা দরকার ছিল বলে মনে করেন গম্ভীর। রাসেল যে পুরো টুর্নামেন্ট জুড়ে সার্ভিস দিতে পারবে সেই ব্যাপারে কোনো গ্যারান্টি নেই, রাসেলের চোট – আঘাত লাগতেই পারে তাই রাসেল এর পরিবর্তে আরো বেশ কয়েকজন অলরাউন্ডারকে নেওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টাইনিস এবং মিচেল মার্শ কে দলে নেওয়া উচিত ছিল।
গম্ভীর বলেছেন যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে প্যাট কামিন্স কে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনি মনে করেন প্যাট কমিন্স অবশ্যই তার মর্যাদা দেবে। এছাড়াও গৌতম গম্ভীরের কথায় কমিন্সের এর পরিবর্তে দলে রয়েছেন লকি ফার্গুসন, কিন্তু আন্দ্রে রাসেল, ইয়ন মর্গান, সুনীল নারিনদের পরিবর্ত হিসাবে সেই রকম কোন খেলোয়ার দলে নেই বলে মনে করেন আর সেজন্যই কলকাতার প্রথম একাদশ যথেষ্ট শক্তিশালী হলেও রিজার্ভ বেঞ্চে রয়েছে বেশ কিছু দুর্বলতা।