বাংলা হান্ট ডেস্ক : টানা তিন দিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার পর অবশেষে শনিবার থেকে আকাশে রোদ দেখা দিয়েছে, যদিও রোদ্দুর রয়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা হাওয়া। অর্থাত্ ঝলমলে রোদ্দুরের মাঝেই ঠান্ডার আমেজ জানিয়ে একেবারে তবু তবু হলেও প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে বঙ্গবাসী। গত কয়েক দিন ধরে যে ভাবে মেঘলা আকাশে নাজেহাল হতে হয়েছে তা থেকে মুক্তি মিলেছে। এক কথায় শনিবার সকালে সপ্তাহের শেষে স্বমহিমায় উদয় হয়েছে সূর্যদেব
তবে এই রোদ্দুর কিন্তু দীর্ঘস্থায়ী নয় এমনটাই বলছেন আলিপুর হাওয়া অফিস কারণ বর্ষবরণ অর্থাত্ বুধবার থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আবহবিদদের। যদিও পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় শনিবার সকালে রাজ্যে উত্তরের শীতল হাওয়া ঢুকছে যা আগামী তিন দিন অর্থাত্ রবি সোম ও মঙ্গলবার বজায় থাকবে এবং রাত্রে তাপমাত্রার পারদ অনেকটাই কমবে কিন্তু মঙ্গলবার বিকেল থেকে তাপমাত্রা বাড়বে।
তার পর বুধ থেকে আবারও বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে, বুধ বৃহস্পতি ও শুক্র এই তিন দিন টানা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়াঅফিস সূত্রে জানানো হয়েছে উত্তর পশ্চিম ভারতের ওর পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ায় বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে আর তাই উত্তুরে হাওয়াকে বঙ্গে ঢুকতে বাধা দেবে এবং বৃষ্টি শুরু হবে।
শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয় উত্তর দিকের দিল্লি সহ অন্যান্য রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এমন ঠান্ডায় একটু ঘুরে বেড়ানোর স্বাদ পেয়েছে আমজনতা তার উপরে আবার বৃষ্টি বাধ সাজছে। এমনিতেই তো বড়দিনেই রোদ্দুরের দেখা ছিল না তার ওপরে যদি বর্ষবরণে বৃষ্টি হয় তা হলে বাঙালির আনন্দটা যে একেবারেই মাটি হবে তা বলাই যায়। শীতের কনকনে ঠান্ডায় মাটি হতে পারে পিকনিক তাই আগে থেকে সাবধান থাকাই ভাল, যদিও তিন দিনের অপেক্ষা এখনও।